নতুন রঙে হাজির Moto E13 স্মার্টফোন, জেনে নিন দাম ও ফিচার্স

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : চলতি বছর ফেব্রুয়ারি মাসে মোটো ই১৩ (Moto E13) ফোন লঞ্চ হয়েছিল ভারতে। সেই ফোন নতুন একটি রঙে ভারতে লঞ্চ হয়েছে। লঞ্চের সময় মোটো ই১৩ ফোনের ২ জিবি র‍্যাম এবং ৬ জিবি র‍্যামের দুটো ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছিল। এর মধ্যে বেস মডেলের দাম শুরু হয়েছিল ৬৯৯৯ টাকা থেকে। প্রাথমিক ভাবে এই ফোন লঞ্চ হয়েছিল Aurora Green, Cosmic Black, Creamy White- এই তিনটি রঙে। গত অগস্ট মাসে মোটো ই১৩ ফোন লঞ্চ হয়েছিল ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ নিয়ে নতুন ভ্যারিয়েন্টে। এবার ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে’জ সেলের আগে এই ফোন লঞ্চ হয়েছে Sky Blue রঙে।

এই ফোনে রয়েছে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। ৮ অক্টোবর থেকে ফ্লিপকার্টের যে সেল শুরু হচ্ছে সেখান থেকে এই ফোন কেনা যাবে। এছাড়াও মোটোরোলা সংস্থার ওয়েবসাইট থেকেও এই ফোন কিনতে পারবেন ক্রেতারা। এর পাশাপাশি কেনা যাবে দেশের বিভিন্ন রিটেল আউটলেট থেকে। উৎসবের মরশুমে মোটো ই১৩ ফোন কেনা যাবে ৬৭৪৯ টাকায়, আসল দাম ৮৯৯৯ টাকা থেকে দাম কমবে। আইসিআইসিআই ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক বা কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে ট্রানজাকশন হলে ১০ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ছাড় পেতে পারেন ক্রেতারা।

মোটো ই১৩ ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন

এই ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির IPS LCD স্ক্রিন। এছাড়াও রয়েছে একটি অক্টা-কোর Unisoc T606 প্রসেসর। আর রয়েছে ৫০০০ এমএএইচের একটি ব্যাটারি। একবার পুরো চার্জ দিলে ২৩ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাকের সাপোর্ট পাওয়া যাবে এই ফোনে।
মোটো ই১৩ ফোনে ১৩ মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং ডিসপ্লের উপরে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। অ্যান্ড্রয়েড ১৩ (গো এডিশন) আউট-অফ-দ্য-বকের সাহায্যে পরিচালিত হবে মোটো ই১৩ ফোন।
ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে সেল

এই সেল শুরু হবে ৮ অক্টোবর। চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। ফ্লিপকার্টের প্লাস মেম্বাররা ২৪ ঘণ্টা আগে থেকে কেনাকাটার সুযোগ পাবেন। জানা গিয়েছে, ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে সেলে মোটোরোলা এজ ৪০ নিও ৫জি ফোনের দামে বিশেষ ছাড় থাকতে চলেছে। এর পাশাপাশি মোটো জি৫৪ ৫জি, মোটো জি৮৪ ৫জি, মোটো জি৩২, মোটো ই১৩ এবং মোটো এজ ৪০- এই ফোনগুলির দামেও ছাড় থাকতে চলেছে। নির্দিষ্ট কিছু ব্যাঙ্কের ক্ষেত্রেও ছাড় পাবেন ক্রেতারা।