নতুন কালার ভেরিয়েন্টে লঞ্চ হল মোটো ই১৩, দাম ও ফিচার জেনে নিন

মোটো ই13 ফোন

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : এই বছরের শুরুতে Motorola তাদের বাজেট স্মার্টফোন Motorola E13 লঞ্চ করেছিল। এই ফোনটি তিনটি স্টোরেজ অপশনে সেল করা হয়। এবার কোম্পানি ফোনটির নতুন কালার অপশন পেশ করেছে। সবচেয়ে বড় কথা এই ফোনের দাম রাখা হয়েছে মাত্র 8,999 টাকা। অফার দিয়ে এই ফোনটি পাওয়া যাবে মাত্র 6,749 টাকার বিনিময়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Motor E13 এর দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

মোটো ই13 ফোন

Motor E13 এর দাম এবং নতুন কালার অপশন

কোম্পানি তাদের সস্তা Moto E13 ফোনটি নতুন স্কাই ব্লু কালারে পেশ করেছে। এই ফোনের দাম 8,999 টাকা এবং অ্যাক্সিস, আইসিআইসিআই এবং কোট্যাক ব্যাঙ্কের মাধ্যমে 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে।
ছবিতে দেখা যাচ্ছে এই ফোনের ফেস্টিভ প্রাইস মাত্র 6,749 টাকা।গতকাল থেকে শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে ফোনটি সেল করা হচ্ছে।
ফোনটিতে 8GB RAM + 128GB স্টোরেজ রয়েছে।

Motorola E13 এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: মোটোরোলা ই13 ফোনে 6.5 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি 20:9 আসপেক্ট রেশিও, 720 x 1600 পিক্সেল রেজলিউশন এবং 60​ হার্টস রিফ্রেশরেট সাপোর্ট করে।

প্রসেসর: এই ফোনটি 2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর Unisoc T606 প্রসেসরে কাজ করে। গ্রাফিক্সের জন্য এতে মালী-জি57 এমসি2 জিপিইউ রয়েছে।

স্টোরেজ: এই ফোনে 8GB RAM এবং 128GB স্টোরেজ রয়েছে। এছাড়া ফোনের মেমরি আরও বাড়ানোর জন্ত এতে মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া হয়েছে। এর মাধ্যমে ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য মোটোরোলা ই13 ফোনটির ব্যাক প্যানেলে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচ ব্যাটারি যোগ করা হয়েছে।

মোবাইলে প্রেম, পালিয়ে এসে দেখেন প্রেমিক দৃষ্টিহীন

অন্যান্য ফিচার: এতে ডুয়েল সিম 4জি, ওয়াইফাই, ব্লুটুথ, আইপি52 রেটিঙের মতো বেশ কিছু প্রয়োজনীয় ফিচার দেওয়া হয়েছে।
ওজন এবং ডায়মেনশন: মোটো ই13 ফোনের ডায়মেনশন 164.19 x 74.95 x 8.47এমএম এবং ওজন 179.5 গ্রাম।