Motorola Moto Edge S30 ফোনটি চীনের বাজারে প্রি অর্ডারের জন্য ঘোষণা দেওয়া হয়েছিল। মটোরোলা এজ এস৩০ ফোনটি ইতিমধ্যে রেকর্ড পরিমান ১৭০,০০০ ইউনিট প্রি-অর্ডার হয়েছে।
আগামিকাল থেকে ফোনটি চীনের বাজারে পাওয়া যাবে। এই ফোনের ব্যাসিক মডেলটি এসেছে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ। মটোরোলা মটোএজ এস৩০ মোবাইলটির সাথে দেওয়া হয়েছে অসাধারণ ফিচার। এটি একটি মিড বাজেটের ফোন। এই ফোনটির সাথে দেওয়া হয়েছে Snapdragon 888+ প্রসেসরসহ নানাবিধ সুবিধা।
মটোরোলা মটোএজ এস৩০ ফোনটির স্পেসিফিকেশন:
Motorola Moto Edge S30 ডিসপ্লেঃ
মটোরোলা এজ এস৩০ মোবাইলটিতে দেওয়া হয়েছে ৬.৮ ইঞ্চি বিশিষ্ট আই পি এস এল সি ডি ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ১০৮০X২৪০০ পিক্সেল। এই ফোনটির সাথে দেওয়া হয়েছে ১৪৪ হার্জ এর ডিসপ্লে রিফ্রেশ রেট।
মটোরোলা মটোএজ এস৩০ ফোনটির বডি:
এই মোবাইলটির ডিভাইস হবে ফ্যাবলেট টাইপের। এই ফোনটিতে ডুয়েল সিম ব্যবহার করা যাবে। উক্ত মোবাইলটির আয়তন হবে ১৬৮.০৭X৭৫.৫৩X৮.৮৯ মিলিমিটার এবং ওজন হবে মাত্র ২০২ গ্রাম।
Motorola Moto Edge S30ফোনটির হার্ডওয়্যার:
মটোরোলা এজ এস৩০ ফোনটির চিপসেট দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্লাস অক্টাকোর প্রসেসর। এছাড়া এর জি পি ইউ দেওয়া হয়েছে অ্যাড্রিনো ৬৬০। ৩ টি ভেরিয়েন্টে পাওয়া যাবে ফোনটি। উক্ত ফোনটির সাথে দেওয়া হয়েছে ৬/৮/১২ জিবি র্যাম এবং ১২৮/২৫৬ জিবি ফোন স্টোরেজ এছাড়া। এই ফোনটিতে দেওয়া অ্যান্ড্রোয়িড ভার্সন ১১। ৫ জি বিশিষ্ট হতে চলেছে এই ফোনটি। ইউ এস বি ও টি জি এবং টাইপ সি পোর্ট, পোর্ট ২.০ দেওয়া হয়েছে ফোনটিতে। এছাড়া ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক, ব্লুটুথ ৫.২, ওয়াইফাই ৬ সহ যাবতীয় সুবিধা। Moto Edge S30 মোবাইলটিতে দেওয়া হয়েছে ৫,০০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারী। ব্যাটারীটি ভালই ব্যাকআপ দিবে। এছাড়া ফাস্ট চার্জিং এর জন্য দেওয়া হয়েছে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জ সিস্টেম। হার্ডওয়্যার সেকশনটি এখানে ভালই দেওয়া হয়েছে।
মটোরোলা মটোএজ এস৩০ ফোনটির ক্যামেরা:
Moto Edge S30 তে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ যার প্রাথমিক ক্যামেরাটি হবে ১০৮ মেগাপিক্সেলের একটি ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং অপরটি হবে ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এছাড়া সাথে দেওয়া হয়েছে একটি এল ই ডি ফ্ল্যাশ। উক্ত ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেল এর। উক্ত ক্যামেরা গুলোতে থাকবে এইচ ডি আর, প্যানোরামা ও পোরট্রেইট এর সুবিধা। প্রত্যেক ক্যামেরাতেই ১০৮০ পি ৩০ এফ পি এস এর ভিডিও রেকর্ডিং করা যাবে।
Motorola Moto Edge S30ফোনটির মূল্য:
মটোরোলা মটো এজ এস৩০ মোবাইলটির বাংলাদেশের জন্য প্রকৃত মূল্য এখনো জানা যায়নি কিন্তু চীনের মূল্য অনুযায়ী বাংলাদেশে ফোনটির মূল্য ২৭,০০০ টাকার কাছাকাছি পরবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।