মটরোলা বড় চমক Moto Edge X চীনে লঞ্চ হচ্ছে আগামী মাসে। সম্ভবত মটোরোলার এই ফোনটি Snapdragon 8 Gen 1 চিপসেট দিয়ে তৈরি বিশ্বের প্রথম ফোন হবে। শুধু তাই নয়, মটরোলা প্রথম কোম্পানি হতে পারে ২০০-মেগাপিক্সেল ক্যামেরা ফোনের।
টেক বিশ্বে পরিচিত আইস ইউনিভার্স এবং ডিজিটাল চ্যাট স্টেশন টিপস্টারদের মতে, মটোরোলা ২০০ মেগাপিক্সেল একটি ক্যামেরার স্মার্টফোন নিয়ে কাজ করছে। বর্তমানে, এই স্মার্টফোনটি নিয়ে এর বেশী কিছু জানা যায়নি ।
আইস ইউনিভার্স লিক করেছিল, Xiaomi ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকে ২০০মেগাপিক্সেল ক্যামেরা ফোন লঞ্চ করবে এবং Samsung একটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ফোন লঞ্চ করবে ২০২৩ সালে। যতো টুকু জানা গেছে, Moto Edge X ক্যামেরা ফোন আসতে পারে ২০২২ সালের প্রথম প্রান্তিকে, সেক্ষেত্রে মটরোলাই বিশ্বের প্রথম ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ফোন হতে যাচ্ছে।
Moto Edge X স্টেলার ফটোগ্রাফি অভিজ্ঞতা দেবে। ৬০ মেগাপিক্সেল OmniVision OV60A 0.61μm ক্যামেরা সেন্সর দিয়ে এটি হবে বিশ্বের প্রথম স্মার্টফোন সেলফি তোলার জন্য। Moto Edge ৫০মেগাপিক্সেল OmniVision OV50A 1/1.55-ইঞ্চ ক্যামেরা সেন্সর যুক্ত প্রথম ফোনও হবে। এই ক্যামেরাটি ডিভাইসের পিছনে পাওয়া যাবে। আশা করা হচ্ছে Moto Edge X গ্লোবাল মার্কেটে Motorola Edge 30 Ultra হিসেবে লঞ্চ হবে বলে।
৫০মেগাপিক্সেল + ৫০মেগাপিক্সেল + ২মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা ইউনিট থাকবে ফোনটির পিছনের শেলে জানা গেছে TENAA লিস্টিং অনুযায়ী। ফোনটিতে একটি ৬.৬৭7-ইঞ্চি OLED FHD+ 144Hz ডিসপ্লে, Snapdragon 8 Gen1 চিপ, 16 GB পর্যন্ত RAM, 512 GB পর্যন্ত স্টোরেজ এব। 4,700mAh ব্যাটারি থাকবে যা 68W ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থন করবে। Android 11 এবং ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে।
প্রসঙ্গত, মটরোলা সম্প্রতি Moto G71, Moto G200, Moto G51, Moto G 31, Moto G41ফোনগুলি বাজারে নিয়ে এসেছে। তারমধ্যে Moto G71, Moto G51 ও Moto G31 ফোনগুলি খুব শীঘ্রই ভারতসহ বাংলাদেশের মার্কেটে পাওয়া যেতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।