৭ হাজার টাকার কমে দুর্ধর্ষ ফোন আনল Motorola

Moto G04 স্মার্টফোন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : কম বাজেটের গ্রাহকদের জন্য জি সিরিজে নতুন বাজেট স্মার্টফোন এনেছে মটোরোলা (Motorola Mobility)। Moto G04 স্মার্টফোনটিতে 5000 mAh এর শক্তিশালী ব্যাটারি সহ Android 14 এর সর্বশেষ সংস্করণ রয়েছে। সি গ্রিন, সেটিন ব্লু, সানরাইজ অরেঞ্জ এবং কনকর্ড ব্ল্যাক রঙে কিনতে পারবেন মটোরোলার এই ফোনটি। জল ও ধুলো প্রতিরোধের জন্য এই ফোনের আইপি ৫২ রেটিং এবং সিকিউরিটির জন্য ফোনের সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল RAM সাপোর্ট দেওয়া হয়।

Moto G04 স্মার্টফোন

এই মটোরোলা মোবাইল ফোনের ৪ জিবি RAM/৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৯৯৯ টাকা। ৮ জিবি RAM/১২৮ জিবি এই ফোনের টপ মডেলের দাম ৭,৯৯৯ টাকা। মটোরোলা কোম্পানির এই সর্বশেষ বাজেট স্মার্টফোনের বিক্রয় ২২ ফেব্রুয়ারি ২০২৪ থেকে ই-কমার্স সাইট ফ্লিপকার্টে শুরু হবে।

লঞ্চ অফারের কথা বললে, এই বাজেট স্মার্টফোনের ৪ জিবি RAM / ৬৪ স্টোরেজ ভেরিয়েন্ট কেনার সময় আপনি পুরানো ফোন এক্সচেঞ্জ করার ক্ষেত্রে 750 টাকার অতিরিক্ত ছাড়ের সুবিধাও পাবেন। 90 Hz রিফ্রেশ রেট সাপোর্ট সহ এই ফোনে এইচডি প্লাস রেজোলিউশনের একটি ৬.৬ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে। গতি ও মাল্টিটাস্কিংয়ের জন্য মটোরোলার এই স্মার্টফোনটিতে রয়েছে ইউনিসোক T660 প্রসেসর।

ফোনের পিছনে রয়েছে ১৬ মেগাপিক্সেল সিঙ্গেল রিয়ার ক্যামেরা সেন্সর। ফোনের সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনটিকে আরও আধুনিক করে তুলতে ১৫ ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট সহ ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই বাজেট স্মার্টফোনে রয়েছে ফোরজি এলটিই, ব্লুটুথ ভার্সন ৫, ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই এবং জিপিএস সাপোর্ট।