Moto G05: মাত্র 6,999 টাকায় লঞ্চ হল নতুন বাজেট স্মার্টফোন!

Moto G05

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মোটোরোলা ভারতে নিয়ে এলো তাদের নতুন বাজেট স্মার্টফোন Moto G05। এটি গত বছর লঞ্চ হওয়া Moto G04-এর উত্তরসূরি হিসেবে এসেছে এবং উন্নত ক্যামেরা, ব্যাটারি ও প্রসেসরের সঙ্গে লঞ্চ হয়েছে।

Moto G05

ফোনটিতে পাঞ্চ-হোল ডিসপ্লে, ভেগান লেদার ডিজাইন, ও প্যানটোন কিউরেটেড কালার দেওয়া হয়েছে। আসুন বিস্তারিত জেনে নিই Moto G05-এর স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে।

Moto G05-এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: 6.67-ইঞ্চির HD+ ডিসপ্লে, 90Hz রিফ্রেশ রেট, 1000 নিটস ব্রাইটনেস, গোরিলা গ্লাস 3, ওয়াটার টাচ ফিচার
  • প্রসেসর: MediaTek Helio G81 Extreme
  • ক্যামেরা: 50MP প্রাইমারি সেন্সর (পোর্ট্রেট মোড ও নাইট ভিশন), 8MP ফ্রন্ট ক্যামেরা
  • ব্যাটারি: 5,200mAh ব্যাটারি, 18W ফাস্ট চার্জিং, 2 দিনের ব্যাটারি লাইফ
  • ওএস: Android 15, 2 বছরের সিকিউরিটি আপডেট
  • অন্যান্য ফিচার: IP52 রেটিং, ডুয়েল স্টেরিও স্পিকার, ডলবি অ্যাটমস, ইউএসবি টাইপ-সি

Moto G05-এর বিশেষত্ব

  • বড় ডিসপ্লে ও উন্নত স্ক্র্যাচ রেজিস্ট্যান্স
  • শক্তিশালী প্রসেসর ও উন্নত ক্যামেরা পারফরম্যান্স
  • লেদার ফিনিশ ডিজাইন ও আধুনিক ফিচার

Moto G05 দাম ও সেল

দাম : 6,999 টাকা (4GB + 64GB ভেরিয়েন্ট)
কালার অপশন : প্লাম রেড ও ফরেস্ট গ্রিন (ভেগান লেদার ফিনিশ)
সেল শুরু : 13 ফেব্রুয়ারি দুপুর 12টা, Flipkart-এ এক্সক্লুসিভভাবে।

Realme Note 60x: স্মার্টফোনে আর্মরশেল প্রোটেকশন!

Moto G05 তার আকর্ষণীয় ডিজাইন ও উন্নত ফিচারের সঙ্গে বাজেট সেগমেন্টে দুর্দান্ত চমক আনতে চলেছে। আপনি কি এই ফোন কিনতে আগ্রহী? কমেন্টে জানান!