মটোরোলা চীনের বাজারে নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোন Moto G51 । কোম্পানি মোটো জি৫১ কে 5G নেটওয়ার্ক সাপোর্ট ফিচারসহ বাজারে নিয়ে এসেছে। সম্প্রতি এই ফোনটি দেখা গিয়েছে থাইল্যান্ডের NBTC ওয়েবসাইটে। আর লেটেস্ট সেই সার্টিফিকেশন থেকেই ইঙ্গিত মিলেছে, শীঘ্রই ফোনটি লঞ্চ হতে চলেছে। এর আগেও একাধিক সার্টিফিকেশনের কারণে ফোনের বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার্স ও স্পেসিফিকেশনস সম্পর্কে একটা ধারণা তৈরি হয়েছিল। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল চিনের 3C এবং US-এর FCC। আর সেখান থেকেই একপ্রকার নিশ্চিত হয়ে বলা যায়, বিশ্বের বিভিন্ন প্রান্তে একই সঙ্গে লঞ্চ হতে পারে ফোনটি।
মোটো জি৫১ ফোনটি তৈরি হয়েছে Qualcomm Snapdragon 480 Plus-এর প্রসেসর দিয়ে, হাই-রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে এবং 5000mAh-এর শক্তিশালী ব্যাটারি। ফটোগ্রাফির জন্য এতে পেয়ে যাবেন 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। তাহলে চলুন দেখে নেওয়া যাক Moto G51 ফোনের দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য।
মোটো জি৫১ ফোনের 8GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1499 ইউয়ান, ভারতীয় মুদ্রায় যা প্রায় 17,440 টাকার মত। ফোনটিকে ব্লু ও গ্রে কালারে বাজারে আনা হয়েছে। ফোনটিকে কবে ভারত সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হবে তা এখনও জানা যায়নি।
মোটো জি৫১ ফোনের মধ্যে রয়েছে 6.8 ইঞ্চির ফুল এইচডি+ এলসিডি ডিসপ্লে। যার রিফ্রেশ রেট 120 হার্টজ এবং 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে 5000mAh-এর ব্যাটারি, যা 10W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার।
ক্যামেরার জন্য Moto G51 ফোনের পিছনে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর ও 2 মেগাপিক্সেল সেন্সর। স্পিকারে রয়েছে ডলবি অ্যাটমস প্রযুক্তি।
ফোনটি 2.2 গিগাহার্টজ স্ন্যাপড্রাগন 480 প্রসেসর দ্বারা চলবে। এতে পেয়ে যাবেন 8GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনটির ইন্টারনাল স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে। আবার এতে 3GB ভার্চুয়াল র্যামের সুবিধা রয়েছে। কানেক্টিভিটির জন্য এতে ডুয়েল সিম সাপোর্ট করবে, 5G নেটওয়ার্ক, ওয়াই-ফাই, Bluetooth, GPS, ইউএসবি টাইপ সি পোর্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।