মটোরোলা ব্র্যান্ড Moto G সিরিজের দুটি নতুন ফোন সবার সামনে নিয়ে এসেছে। এ দুটি স্মার্টফোন হল Moto G73 5G এবং Moto G53 5G। উভয় ফোন এ যেমন কিছু সাদৃশ্য রয়েছে তেমনি পার্থক্যও আছে। আজ দুটি স্মার্টফোনের স্পেক্স বিস্তারিত তুলে ধরা হবে যেন আপনি বুঝতে পারেন কোনটি আপনার জন্য বেস্ট অপশন।
Moto G73
Moto G73 স্মার্টফোনের ডিসপ্লের রেজুলেশন 1080 x 2400 পিক্সেল। ডিসপ্লের সাইজ হবে 6.5 ইঞ্চি। স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে MediaTek Dimensity 930 চিপসেট ব্যবহার করা হয়েছে। এটি একটি অক্টাকোর প্রসেসর।
Moto G73 স্মার্টফোনে 8 জিবি র্যাম এবং 256 জিবি ইন্টার্নাল স্টোরেজ ইন্সটল করা থাকবে। Android 13 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে স্মার্টফোনটি পরিচালিত হবে। Moto G73 হ্যান্ডসেটের প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেল।
পাশাপাশি মোবাইলটির সামনে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। 5000 মেগাহার্জ এর শক্তিশালী ব্যাটারির স্মার্টফোনটিকে পাওয়ার প্রদান করবে। পাশাপাশি 30 ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। Moto G73 স্মার্টফোনের প্রাইস 26 হাজার রুপি ও 31 হাজার টাকা।
Moto G53
Moto G53 স্মার্টফোনের ডিসপ্লের রেজুলেশন 720 x 1600 পিক্সেল। ডিসপ্লের সাইজ হবে 6.5 ইঞ্চি। স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে Qualcomm Snapdragon 480+ 5G চিপসেট ব্যবহার করা হয়েছে। এটি একটি অক্টাকোর প্রসেসর।
Moto G53 স্মার্টফোনে 8 জিবি র্যাম এবং 128 জিবি ইন্টার্নাল স্টোরেজ ইন্সটল করা থাকবে। Android 13 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে স্মার্টফোনটি পরিচালিত হবে। Moto G53 হ্যান্ডসেটের প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেল।
পাশাপাশি মোবাইলটির সামনে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। 5000 মেগাহার্জ এর শক্তিশালী ব্যাটারির স্মার্টফোনটিকে পাওয়ার প্রদান করবে। পাশাপাশি 18 ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। Moto G53 স্মার্টফোনের প্রাইস 22 হাজার রুপি ও 27 হাজার টাকা।
Motorola Moto G73 5G স্মার্টফোনের ইতিবাচক দিক হচ্ছে উন্নত চিপসেট, দ্রুত গতির চার্জিং, বেটার ডিসপ্লে ও আলট্রা-ওয়াইড ক্যামেরা। নেতিবাচক দিক হচ্ছে প্রাইস কিছুটা চওড়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।