বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গ্লোবাল স্মার্টফোন মেকার মোটোরোলা একটি দুর্ধর্ষ হ্যান্ডসেট নিয়ে হাজির হয়েছে, যার অপেক্ষা বিগত কয়েক মাস ধরে করে আসছেন মোটো ভক্তরা। আন্তর্জাতিক বাজারে এসে গেল মোটোরোলার পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোন Moto Razr 2022।
এই ফোনের কিছু গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 প্লাস জেন 1 চিপসেট, 6.7 ইঞ্চির FHD+ OLED স্ক্রিন, যার রিফ্রেশ রেট 144Hz। রয়েছে অত্যন্ত শক্তিশালী একটি 3,500mAh ব্যাটারি, যা 30W চার্জিং সাপোর্ট করে।
আন্তর্জাতিক বাজারে Moto Razr 2022 ফোনটি লঞ্চ করা হয়েছে 949 ইউরোতে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 90,050 টাকা। অর্থাৎ ফোনের দাম Samsung Galaxy Z Flip 4 এর থেকে সামান্য কিছুটা কম। তবে ইউরোপের মানুষজনকে এই ফোনটি ক্রয় করতে আরও কিছুটা বেশি অর্থ খরচ করতে হবে। সেখানে এই ফোনের দাম 1,199 ইউরো, যা ভারতীয় মুদ্রায় প্রায় 98,000 টাকা।
* এই লেটেস্ট তথা নতুন প্রজন্মের Moto Razr 2022 ফোনে রয়েছে 6.7 ইঞ্চির FHD+ OLED স্ক্রিন, যার রিফ্রেশ রেট 144Hz।
* এর আগের Razr ভার্সনগুলিতে যেমন চিন ছিল, লেটেস্ট ভার্সনে তা তুলে নেওয়া হয়েছে। পাশাপাশি হিঞ্জ মেকানিজ়ম নতুন করে সাজানো হয়েছে।
* ফোনটিতে 2.7 ইঞ্চির OLED কভার স্ক্রিন রয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা অধিকাংশ ফাংশনালিটি ব্যবহার করতে পারবেন। তার জন্য মেইন স্ক্রিনে আনফোল্ড করার দরকার হবে না।
* দুটি ক্যামেরা রয়েছে। তার একটি হল 50MP মেইন সেন্সর এবং দ্বিতীয়টি 13MP আলট্রাওয়াইড মডিউল।
* তবে গ্লোবাল রিলিজ়ের প্রাথমিক স্তরে এই ফোনের 8/128GB এবং 12/512GB ভ্যারিয়েন্ট দুটি পাওয়া যাবে না।
* রয়েছে 3,500mAh ব্যাটারি, যা 30W চার্জিং সাপোর্ট করবে। এছাড়া অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে, eSIM + ফিজ়িক্যাল সিম স্লট, IP52 স্প্ল্যাশ রেটিং এবং ডুয়াল স্পিকার্স ও তার সঙ্গে ডলবি অ্যাটমস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।