বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মোটোরোলা রেজর 50 সিরিজের সাথেই তাদের কম দামের Moto S50 Neo স্মার্টফোন চীনে লঞ্চ করেছে। এই স্মার্টফোনে কার্ভ ডিসপ্লে, 12GB RAM, 50 মেগাপিক্সেল রেয়ার, 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, 5000mAh ব্যাটারি মতো বিভিন্ন ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের দাম এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে।
Moto S50 Neo এর স্পেসিফিকেশন : ডিসপ্লে: Moto S50 Neo স্মার্টফোনে 2400×1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7-ইঞ্চির FHD+ 10-বিট pOLED ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট, 360Hz টাচ স্যাপ্লিং রেট, 1600 নিটস পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট দেওয়া হয়েছে।
প্রসেসর: Moto S50 Neo স্মার্টফোনে 6ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Qualcomm Snapdragon 6s Gen 3 চিপসেট দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনে Adreno 619 GPU যোগ করা হয়েছে।
স্টোরেজ: এই স্মার্টফোনে 8GB ও 12GB LPDDR4x RAM এবং 256GB ও 512GB UFS 2.2 ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এছাড়া মাইক্রোএসডি কার্ড সহ 1TB পর্যন্ত এক্সপ্যান্ডেবল মেমরি রয়েছে।
ক্যামেরা: Moto S50 Neo স্মার্টফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ এবং OIS ফিচার সহ ডুয়াল ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনে 50 Sony IMX882 প্রাইমারি সেন্সর এবং 8MP আল্ট্রা-ওয়াইড ম্যাক্রো/ডেপথ ক্যামেরা রয়েছে। অন্যদিকে, সেলফি এবং ভিডিও কলের জন্য 32 মেগাপিক্সেলের লেন্স যোগ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার বাপাপের জন্য এই স্মার্টফোনে 30W টার্বো চার্জিং সাপোর্টেড এবং 5000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছে।
অন্যান্য: এই স্মার্টফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্টিরিয়ো স্পিকার, ডালবি এটমান্স, ডুয়াল মাইক্রোফোন, ওয়াটার-রেজিস্টেন্ট IP54 রেটিং, 5G SA/NSA, ডুয়াল 4G VoLTE, Wi-Fi, ব্লুটুথ 5.1 এর মতো বিভিন্ন ফিচার যোগ করা হয়েছে।
ওজন এবং ডায়মেনশন: Moto S50 Neo স্মার্টফোনের 161.91 x 74.06 x 7.59mm এবং প্রায় 173 গ্রাম হবে।
ওএস: Moto S50 Neo স্মার্টফোনে অ্যান্ড্রয়েড14 এবং My UX সহ কাজ করবে।
Moto S50 Neo এর দাম এবং সেল : চীনে Moto S50 Neo স্মার্টফোনটি দুটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 8GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম 1,399 ইউয়ান অর্থাৎ প্রায় 16,000 টাকা রাখা হয়েছে।
এই ফোনের 12GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম 1,599 ইউয়ান অর্থাৎ প্রায় 18,300 টাকা রাখা হয়েছে। এই ফোনের টপ মডেল 12GB RAM + 512GB স্টোরেজ অপশনের দাম 1899 ইউয়ান অর্থাৎ প্রায় 21,800 টাকা রাখা হয়েছে।
Moto S50 Neo স্মার্টফোনটি গ্রে, অলিভাইন এবং সার্ফ-এর মতো তিনটি কালার অপশনে লঞ্চ করা হয়েছে যা প্যানটোনের সঙ্গে যুক্ত হয়েছে তৈরি করা হয়েছে। চীনে এই ফোনটি প্রি-অর্ডারের জন্য তৈরি হয়ে আছে। তবে আগামী 28 জুন থেকে এই ফোনের সেল করা শুরু হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।