বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মোটোরোলা তাদের আপকামিং সুপার ফাস্ট স্মার্টফোন Moto X50 Ultra এর অফিসিয়াল প্রথম ঝলক ইউজারদের সামনে নিয়ে এসেছে। এই ফোনটি ফর্মুলা 1 2024 সিজনের প্রথম রেসের আগে একটি দ্রুত গতির গাড়ির সঙ্গে টিজারে দেখা গেছে। ব্র্যান্ড জানিয়েছে এটি ‘মোটো এক্স50 আল্ট্রা এআই ফোন’। এই ফোনে বেশ কিছু AI ফিচার দেখা যাবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটি সম্পর্কে।
মোটোরোলার শেয়ার করা প্রথম টিজার ভিডিওতে লেনোভো ব্র্যান্ডিং সহ ফরমুলা 1 গাড়ির সঙ্গে Moto X50 Ultra ফোনটি দেখানো হয়েছে। এই স্মার্টফোনটি লেদার ফিনিশ, সম্ভাব্যত ভেজেন লেদার সহ পেশ করা হবে বলে মনে করা হচ্ছে।
ফোনের ব্যাক প্যানেলে ওপরের বাঁদিকের কোণায় এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে এবং ডানদিকের প্যানেলে পাওয়ার ও ভলিউম বাটন দেওয়া হবে। Moto X50 Ultra ফোনটি ব্ল্যাক এবং ডার্ক গ্রে কালারে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। টিজারে ফোনটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি, তাই ডিজাইন সম্পর্কে সঠিকভাবে এখনই কিছু বলা সম্ভব নয়।
টিজারের সঙ্গে একটি ওয়েইবো পোস্টে F1 চাইনা GP এর উল্লেখ করা হয়েছে। এটি 21 এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা। তাই মনে করা হচ্ছে এই দিনই Moto X50 Ultra ফোনটি লঞ্চ করা হবে। আগামী কিছু দিনের মধ্যে ব্র্যান্ডের পক্ষ থেকে এই ফোনটি সম্পর্কে আরও তথ্য জানানো হতে পারে।
Moto X50 Ultra এর সম্ভাব্য স্পেসিফিকেশন : রিপোর্ট অনুযায়ী Moto X50 Ultra ফোনটি ব্র্যান্ডের একদম নতুন একটি ফোন হতে পারে। এই ফোনে 125W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সহ 4,500mAh ব্যাটারি থাকবে বলে শোনা যাচ্ছে। এই ফোনটি সম্পর্কে এখনও পর্যন্ত খুব বেশি কিছু জানা যায়নি, তবে টিজার দেখে ধরে নেওয়াই যায় এই ফোনে জেনারেটিভ এআই টেকনোলজি থাকবে। এর আগে স্যামসাঙ, ওপ্পো এবং ওয়ানপ্লাস ফোনে এই টেকনোলজি দেখা গেছে।
Moto X50 Ultra ফোনটি শুধুমাত্র চীনে লঞ্চ হবে নাকি অন্যান্য মার্কেটেও পেশ করা হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি। তবে ফোনটি নাম পরিবর্তন করে অন্যান্য বাজারে সেল করা হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।