জুমবাংলা ডেস্ক: দিনাজপুর ফুলবাড়ী উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরো এক মোটরসাইকেল আরোহী। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ছোট যমুনা ব্রিজ সংলগ্ন মন্ত্রী মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের ওয়েজ উদ্দিনের ছেলে নাহিদ হাসান সবুজ (২৪) এবং একই গ্রামের বুলবুল আহম্মেদের ছেলে তানজিন আহম্মেদ।
অন্যদিকে আহত ব্যক্তি হলেন ফুলবাড়ী পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের উত্তর সুজাপুর এলাকার ওহেদুল ইসলামের ছেলে পলাশ (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে সবুজের বাড়িতে আর্জেন্টিনার খেলা দেখতে যায় তানজিন ও পলাশ। খেলা দেখা শেষে তিন বন্ধু মোটরসাইকেলযোগে ফুলবাড়ীর শহরে বিভিন্ন স্থানে রাতের খাবারের জন্য হাঁসের মাংস খুঁজতে থাকেন। ছোট যমুনা ব্রিজ সংলগ্ন মন্ত্রী মার্কেটের সামনে পৌঁছলে ঢাকাগামী জান্নাত-জোনায়েত নামের পণ্যবাহী একটি ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নাহিদ হাসান সবুজ ও তাজিন আহম্মেদের ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং গুরুতর আহত হয় পলাশ। আহত পলাশকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তার উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে, আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ট্রাকসহ ট্রাকের চালক জানে আলম (৫১) ও হেলপার সবুজকে (৩২) আটক করা হয়েছে। তাদের বাড়ি ঢাকার সাভারে। চালক ও হেলপারের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
৮ বছরের সংসার রেখে পালিয়ে যাওয়া স্ত্রীকে ফিরে পেতে আদালতে স্বামী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।