জুমবাংলা ডেস্ক: অনটেস্ট, পুলিশ, সাংবাদিক- কত কিছুই না লেখা থাকে মোটরসাইকেলের নম্বর প্লেটে। এবার চোখে পড়েছে, ‘নাম্বার দিবো কইছে’ লেখা। মোটরসাইকেলটি আছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানায়। সোমবার সন্ধ্যায় মোটরসাইকেলের একটি ছবি পাওয়া গেছে। কালের কণ্ঠের এর প্রতিবেদক বিশ্বজিৎ পাল বাবু-এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
মোটরসাইকেলের পিছনে এমন লেখা থাকার বিষয়টি ঠাট্টা করার মতো বলে মনে করছে পুলিশ। পাশাপাশি এটি এক ধরণের দাম্ভিকতা বলে মনে করা হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, এ বছরের ২৭ মার্চ তিন বোতল ভারতীয় হুইস্কিসহ এক মোটরসাইকেলে আরোহী আইনশৃংখলা বাহিনীর হাতে ধরা পড়ে। তখন সে তার নাম বলে রাকিব হোসেন। নিজেকে আখাউড়া পৌর এলাকার দেবগ্রামের মানিক মিয়ার ছেলে হিসেবে পরিচয় দেয়। পরে পুলিশ তদন্ত করে জানতে পারে তার নাম রিমন আহমদ। উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের মিন্টু মিয়া প্রকাশ মিন্টুর ছেলে। এ বিষয়ে পুলিশ ইতিমধ্যেই অভিযোগপত্র (চার্জশিট) দিয়ে দিয়েছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ ধরণের লেখার একটি মোটরসাইকেল থানায় থাকার কথা স্বীকার করেছেন। তিনি জানান, মোটর সাইকেলটির বৈধ কোনো কাগজপত্র নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।