বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অন্যান্য যন্ত্রচালিত যানবাহনের মতোই মোটরসাইকেলেও গিয়ার থাকে। ইঞ্জিনের শক্তি গিয়ারের মাধ্যমে সঞ্চার হয়। অনেকের মনেই প্রশ্ন মোটরসাইকেলে কয়টি গিয়ার থাকে।
সাধারণত বেশিরভাগ কমিউটার মোটরসাইকেলে চারটি গিয়ার থাকে। একটু হাইএন্ডের কমিউটারে পাঁচটি গিয়ারও দেওয়া হয়।
এছাড়াও স্পোর্টস বা রেসিং বাইকে ছয়টি গিয়ার থাকে। কখনো কখনো সাতটি গিয়ারও দেওয়া হয়। এরচেয়ে বেশি গিয়ার মোটরসাইকেলে দেওয়া হয় না।
সাধারণত স্কুটারের গিয়ার শিফটার থাকে না। তবে এগুলোতেও গিয়ার থাকে। যাকে বলা হয় অটোমেটিক গিয়ার ট্রান্সমিশন। থ্রটল ঘোরালে গতির সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে স্কুটারের গিয়ার পরিবর্তন হয়। চালকের অজান্তেই এই কাজটি হয়।
গিয়ার, মোটর বাইকের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। গিয়ার মুলত ইঞ্জিনের শক্তিকে চাকায় পৌঁছানোর সুইচ হিসাবে কাজ করে। আপনি যখন গিয়ার পরিবর্তন করছেন ও স্বাভাবিকভাবেই করছেন, তাহলে তো কোন সমস্যাই নেই। কিন্তু গিয়ার পরিবর্তনের সময় কোন প্রকার শব্দ হয় বা ধাক্কা খায়, তবে বুঝতে হবে কোথাও না কোথাও সমস্যা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।