সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার খবরে অনুরাগীদের মধ্যে দুশ্চিন্তা ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তায় নিজের বর্তমান অবস্থার কথা জানালেন অভিনেতা আশিস বিদ্যার্থী। শনিবার (৩ জানুয়ারি) সকালে প্রকাশিত ওই ভিডিওতে তিনি জানান, তিনি ও তার দ্বিতীয় স্ত্রী রূপালি বড়ুয়া বর্তমানে ভালো আছেন।

ঘটনার বিবরণ দিয়ে আশিস বিদ্যার্থী বলেন, নৈশভোজ সেরে ফেরার সময় রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। দ্রুত গতিতে আসা একটি মোটরবাইক আচমকাই তাদের ধাক্কা দেয়। এতে তিনি ও তার স্ত্রী ছাড়াও বাইকচালক আহত হন।
ভিডিও বার্তায় অভিনেতা বলেন, “আমি আর রূপালি এখন ভালো আছি। আপনাদের দুশ্চিন্তার কথা জানতে পেরে মনে হলো জানানো খুব প্রয়োজন। আমি একেবারে ঠিক আছি। রূপালি এখন চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছে। আহত বাইকচালকের খোঁজও নিয়েছি। আগের চেয়ে তিনি ভালো আছেন এবং তার জ্ঞান ফিরেছে।”
দুর্ঘটনার পর আহত মোটরবাইকচালককে দ্রুত গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গীতানগর থানার পুলিশ এবং পুরো বিষয়টি খতিয়ে দেখে।
আশিস বিদ্যার্থী ও তার স্ত্রীর সুস্থতার খবরে স্বস্তি প্রকাশ করেছেন ভক্ত ও অনুরাগীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


