মোটরসাইকেল ইলেকট্রিক বাইকে রূপান্তরের কিট এলো

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মোটরসাইকেলকে ইলেকট্রিক বাইকে রূপান্তরের কিট বাজারে এলো। এই বৈদ্যুতিক বাইক কনভার্সন কিট পাওয়া যাচ্ছে প্রতিবেশি দেশ ভারতে। মুম্বাই ভিত্তিক গোগো এ১ নামের একটি প্রতিষ্ঠান এই অভিনব কিট এনেছে। এই প্রতিষ্ঠান পেট্রোলচালিত মোটরসাইকেলগুলোর জন্য বৈদ্যুতিক কনভার্সন কিট তৈরি ও সরবরাহ করে।

গোগো এ১ নামের এই প্রতিষ্ঠানের বৈদ্যুতিক বাইক কনভার্সন কিট ইতিমধ্যে ভারত সরকারের অনুমোদন পেছে। পেট্রো বাইকের জন্য ব্যাটারি, মোটর এবং তার অনুসঙ্গিক একাধিক পণ্য তৈরি করে এই প্রতিষ্ঠান।

অনেকের মনেই প্রশ্ন এই কিট কিনতে কত খরচ পড়বে। কারণ অনেকেই নিজের বাইকে এই কিট লাগাতে চান।

বৈদ্যুতিক বাইক কনভার্সন কিটের দাম ভারতে ৩৭ হাজার ৭০০ রুপি। এই খরচের সঙ্গে ব্যাটারির দাম উল্লেখ নেই। অর্থাৎ ব্যাটারি সংযোজন করতে আরও খরচ করতে হবে।

গোগো এ১ এর উদ্ভাবিত বৈদ্যুতিক কনভার্সন কিটে রয়েছে ১৭ ইঞ্চি ২০০০ ওয়াটের ব্রাশলেস বৈদ্যুতিক ড্রামব্রেক হাব। এই মোটরের সর্বোচ্চ শক্তি ২০০০ ওয়াট। সর্বোচ্চ টর্ক ১২৭ নিউটন মিটার এবং সর্বোচ্চ ওজন বহন করা যাবে ১০০ থেকে ৩০০ কেজি।

এই কিটে রয়েছে ৭২ ভোল্ট ৪০ অ্যাম্পিয়ারের ব্যাটারি। যা ফুল চার্জে ১৫১ কিলোমিটার রেঞ্জ দেবে। কনভার্সন করা বাইকটি ০ থেকে ৮০ কিলোমিটার গতি তুলতে পারবে মাত্র ৫ সেকেন্ডে। এছাড়া এই কিটে পাবেন রি-জেনারেটিভ কন্ট্রোলার, রিস্ট থ্রটেল, ড্রাম ব্রেক, ওয়্যারিং হার্নেস, কি সুইচ, কন্ট্রোলার বক্স,, সুইংআর্ম এবং ব্যাটারি।

এই কনভার্সন কিট হিরো স্পেন্ডর মোটরসাইকেলের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এটি ছাড়াও আরও একাধিক বাইকে এই কিট ব্যবহার করার অনুমতি পেয়েছে প্রতিষ্ঠানটি।

হিরো স্প্লেন্ডর বাইকে এই কিট ব্যবহার করার জন্য গত বছর অটোমোটিভ রিসার্চ অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া থেকেও অনুমোদন পেয়েছিল এই সংস্থাটি। বৈদ্যুতিক বাইক কনভার্সন কিট সম্পর্কে বিশদে জানতে প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন।