বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ২০২৩ সাল শেষ হতে চলল। এই বছরের শেষের দিকে বেশ কিছু মডেলের মোটরসাইকেল বাজারে আসছে। ইতিমধ্যে বেশ কিছু মডেলের মোটরসাইকেলের ইঙ্গিত পাওয়া গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। চলুন দেখে নেওয়া যাক ডিসেম্বরে কী কী নতুন বাইক আসতে চলেছে।
ইয়ামাহা আর৩ এবং এমটি ০৩
ডিসেম্বরের ঠিক মাঝামাঝি সময়েই আসছে এই দুই রোডস্টার স্পোর্টস বাইক। বহু প্রতীক্ষিত দুটি মোটরসাইকেল হল – আর৩, এমটি-০৩। দুই বাইকে পাবেন ৩২১ সিসি প্যারালাল টুইন সিলিন্ডার ইঞ্জিন। সঙ্গে থাকবে ৬ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স। বাইকে ফুয়েল ক্যাপাসিটি মিলবে ১৪ লিটার। সিটের উচ্চতা থাকবে ৭৮০ মিলিমিটার।
ব্রেকিংয়ের ক্ষেত্রে মিলবে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (এবিএস)। ফিচার্স থাকবে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, গিয়ার ইন্ডিকেটর, এলইডি লাইটিং (হেডলাইট/টেল লাইট/টার্ন সিগন্যাল)।
কাওয়াসাকি এলিমিনেটর ৫০০
কাওয়াসাকি নতুন মোটরসাইকেল আনতে চলেছে বাজারে। বিশ্বব্যাপী জনপ্রিয় সংস্থা কাওয়াসাকি। শিগগিরই বাজারে এলিমিনেটর ৫০০ নামের বাইক লঞ্চ করতে চলেছে সংস্থা।
ট্রায়াম্ফ টাইগার ৯০০ জিটি
ব্রিটিশ সংস্থা ট্রায়াম্ফ মোটরসাইকেল জোড়া মোটরসাইকেল আনতে চলেছে। এগুলো হলো টাইগার ৯০০ জিটি এবং টাইগার ৯০০ র্যালি প্রো। দুই বাইকের পাবেন একই ইঞ্জিন, টিএফটি কনসোল এবং অন্যান্য ফিচার্স। শুধু চেহারার দিকে দিয়ে থাকতে পারে পরিবর্তন।
রয়েল এনফিল্ড শটগান
৬৫০ সিসির নতুন রয়েল এনফিল্ড যা গত মাসেই উন্মোচন করেছে সংস্থা। প্রাথমিক পর্যায়ে রয়্যাল এনফিল্ড শটগান ৬৫০ মডেলের ২৫টি ইউনিট লঞ্চ করেছে তারা। আশা করা হচ্ছে, ডিসেম্বরের শেষ দিকে অথবা জানুয়ারির শুরুতেই এই বাইক অফিশিয়ালি লঞ্চ করবে সংস্থা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।