বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : কম দামের শক্তিশালী ব্যাটারির ফোন আনল মটোরোলা। মডেল মটো জি২৪ পাওয়ার। এই ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি দিয়েছে কোম্পানি। রয়েছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরাও। ফোনটির বাদবাকি ফিচার সম্পর্কে জানুন এই প্রতিবেদনে।
মটোরোলার জি সিরিজের নতুন ফোন জি২৪ পাওয়ার। এটি একটি বাজেট ফ্রেন্ডলি ফোন। তবে এতে হাই-এন্ড ফোনের ফিচার রয়েছে। স্মার্টফোনের ব্যাটারিতে সবচেয়ে বড় চমক দিয়েছে সংস্থা। থাকছে ৫০০ এমএএইচ ব্যাটারি সঙ্গে ৩৩ ওয়াটের টার্বো পাওয়ার ফাস্ট চার্জিং।
নতুন এই মটো ফোনে রয়েছে ৪ জিবি ব়্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। ভারতে এই ফোনের দাম ৮৯৯৯ রুপি। এটির টপ-এন্ড মডেল ৮ জিবি ব়্যাম ও ১২৮ জিবি রম। যার দাম ৯৯৯৯ রুপি। গ্লেসিয়ার ব্লু এবং ইন্ক ব্লু রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। অনলাইন ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে কেনা যাবে জি ২৪ পাওয়ার।
ফোনটিতে ৬.৫৬ ইঞ্চির এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে। এই স্মার্টফোনের ডিসপ্লেতে ৯০ হার্জ রিফ্রেশ রেট পাওয়া যাবে। ফোনের পিক ব্রাইটনেস ৫৩৭ নিটস। মাল্টিটাস্কিংয়ের জন্য প্রসেসর রয়েছে অক্টাকোর হেলিও জি৮৫ চিপসেট। থাকছে লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েড ১৪। থ্রিডি অ্যাক্রেলিক গ্লাস বিল্ড দিয়ে তৈরি এই স্মার্টফোন।
ফোনটির ফিজিক্যাল বিল্টইন র্যামের পাশাপাশি মিলবে ব়্যাম বুস্ট টেকনোলজি। যার মাধ্যমে ১৬ জিবি পর্যন্ত ব়্যাম পাওয়া যাবে। ইন্টার্নাল স্টোরেজ রয়েছে ১২৮ জিবি। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। ক্যামেরার ক্ষেত্রে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা। যার মধ্যে একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর।
সেলফি ও ভিডিও কলের জন্য সামনে মিলবে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে ৬০০০ এমএএইচ এবং ৩৩ ওয়াটের টার্বো পাওয়ার ফাস্ট চার্জিং। কানেক্টিভিটির ক্ষেত্রে রয়েছে ব্লুটুথ, ডুয়াল ন্যানো সিম ইউএসবি টাইপ-সি পোর্ট। স্মার্টফোনে মিলবে ডলবি অ্যাটসম প্রযুক্তি, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং আইপি৫২ রেটিং।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।