বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : চীনের মটোরোলা ১২ জিবি র্যামের স্মার্টফোন আনল। যার মডেল মটো এজ ৫০ ফিউশন। এটি এজ ৫০ সিরিজের নতুন হ্যান্ডসেট। এতে রয়েছে ১২ জিবি ব়্যাম এবং নতুন প্রসেসর যা গেমিংয়ের ক্ষেত্রে সাহায্য করবে। হাই-এন্ড গেমিং করার পাশাপাশি এই ফোনে দারুণ ক্যামেরাও রয়েছে। ব্যাকে ৫০ মেগাপিক্সেল এবং ফ্রন্টে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। দামও রয়েছে বাজেট-ফ্রেন্ডলি।
মটো এজ ৫০ সিরিজের নতুন স্মার্টফোন যেখানে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস পিওলিড ডিসপ্লের সঙ্গে পাবেন স্ন্যাপড্রাগনের লেটেস্ট প্রসেসর। এতে ১২ জিবি ব়্যাম ক্যাপাসিটি রয়েছে। ফোনের ব্যাকে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং সামনে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
মটোরোলা এজ ৫০ ফিউশন
এ ফোনের দুইটি ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে মটোরোলা। একটি ৮ জিবি + ১২৮ জিবি। আর একটি ১২ জিবি + ২৫৬ জিবি।
৭.৭ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে রয়েছে এই ফোনে। এতে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট মিলবে সর্বোচ্চ ব্রাইটনেস ১৬০০ নিটস। ফোনে দেওয়া হয়েছে হাই-এন্ড প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেনারেশন ২ চিপসেট। স্মার্টফোনে অপারেটিং সিস্টেম রয়েছে অ্যানড্রয়েড ১৪।
মটোরোলা এজ ৫০ ফিউশনে পাবেন দুরন্ত ক্যামেরা। যাদের ক্যামেরা নিয়ে বেশি আগ্রহ থাকে তাদের জন্য থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ। ব্যাক প্যানেলে রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সঙ্গে ১৩ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা। এতে একটি ম্যাক্রো সেন্সরও রয়েছে। ক্রিস্টাল ক্লিয়ার ছবির জন্য মিলবে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেসন সাপোর্টও।
স্মার্টফোনের সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি উঠবে জবরদস্ত তা বলার অপেক্ষা রাখে না। তবে এখানেই শেষ নয়, এতে পাবেন ফাস্ট চার্জিং সাপোর্ট। দেওয়া হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি এবং ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।
অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইউএসবি টাইপ সি কানেক্টিভিটি, স্টিরিও স্পিকার এবং ডলবি অ্যাটমস সাপোর্ট পাওয়া যাবে। ডুয়াল ও স্প্ল্যাশ রেসিসট্যান্টের জন্য থাকছে আইপি৬৮ রেটিং।
স্মার্টফোনে কানেক্টিভিটির জন্য মিলবে ৫জি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।