বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোন দুনিয়ার নতুন চমক Motorola Edge 30 Ultra। 200 MP প্রাইমেরি সেন্সর ক্যামেরা সম্পন্ন এই ফোনে থাকছে টার্বো চার্জ, Qualcomm Snapdragon 8+ Gen 1 চিপসেট এবং 125 W ফাস্ট চার্জ সাপোর্ট। সম্প্রতি লঞ্চ হওয়া Motorola Edge 30 Ultra রয়েছে ট্রিপল ক্যামেরা।
6.67 ইঞ্চি FHD+ pOLED ডিসপ্লে। নোটিফিকেশনের জন্য রয়েছে গ্লো লাইট।এতপ রয়েছে 12 GB RAM ও 256 GB ROM। Motorola Edge 30 Ultra ফোনে থাকছে ডুয়াল সিম সহ 12টি অপারেটিং সিস্টেম। ডিসপ্লে ব্রািটনেস থাকবে 1250 nits । ডিসপ্লের উপরে থাকছে Corning Gorilla Glass 5 এর সাথে আরও আকর্ষণ হলো Snapdragon Elite Gaming ফিচার। 200 MP প্রাইমারি সেন্সরের ক্যামেরায় রয়েছে 0.64 µm সাইজের মেঘা পিক্সেল।
যা ছবি তোলা ও ভিডিও করার জন্য দুর্দান্ত। আরও রয়েছে একটি 50 MP আলট্রা ওয়াইড ক্যামেরা। 114 ডিগ্রি ফিল্ড অফ ভিউ নেওয়া যাবে এই ফোন থেকে। আর এর সাথে আরও থাকছে 12 MP টেলিফটো ক্যামেরা। Motorola Edge 30 Ultra-তে কানেক্টিভিটির জন্য রয়েছে 5G, 4G LTE, Wi-Fi 6E, Bluetooth v5.2, GPS/AGPS, NFC, DisplayPort 1.4 ও USB Type-C পোর্ট।
মধুচন্দ্রিমায় কারিশমাকে বন্ধুর সঙ্গে রাত কাটাতে বলেছিলেন সঞ্জয়
নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও 4,610 mAh ব্যাটারি ও 125 W টার্বো চার্জ সাপোর্ট। Motorola Edge 30 Ultra-র ওজন 198.45 গ্রাম। Motorola Edge 30 Ultra এর 12 GB RAM ও 256 GB ROM ভ্যারিয়েন্টটির দাম রাখা হয়েছে ৮৯৯ ইউরো যা বাংলাদেশী টাকার প্রায় ৭২,১৫০ টাকা।তবে আগামী মাসে এটি বাংলাদেশে পাওয়া যাবে বলে ধারনা করা হচ্ছে।এখন শুরু ইউরোপে ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পাওয়া যাচ্ছে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।