বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মোটোরোলা এজ ৩০ নিও ফোনের সাকসেসর হিসেবে মোটোরোলা এজ ৪০ নিও ফোন লঞ্চ হতে পারে। ইউরোপ, পশ্চিম এশিয়া এবং আফ্রিকার বেশ কয়েকটি দেশে লঞ্চ হয়েছে মোটোরোলা এজ ৪০ নিও। এবার পালা ভারতের।
২১ সেপ্টেম্বর এই ফোন লঞ্চ হবে দেশে। চলতি বছর এপ্রিল মাসেই গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল মোটোরোলার এই ফোন। মোটোরোলা এজ ৪০ নিও ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৩০ প্রসেসর থাকতে চলেছে। এছাড়াও থাকতে পারে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৮ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। মোটোরোলা এজ ৩০ নিও ফোনের সাকসেসর হিসেবে মোটোরোলা এজ ৪০ নিও ফোন লঞ্চ হতে পারে।
জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা এক্স মাধ্যমে জানিয়েছেন, মোটোরোলার এই স্মার্টফোন Black Beauty, Caneel Bay, Soothing Sea- এই তিনটি রঙে লঞ্চ হতে পারে। ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। এই ফোনের দাম ২৫ হাজার টাকার আশপাশে থাকতে পারে।
৬.৫৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস pOLED ডিসপ্লে থাকতে পারে এই ফোনে, রিফ্রেশ রেট হতে পারে ১৪৪ হার্টজ। এর উপরে থাকতে পারে কর্নিং গোরিলা গ্লাস ৩ প্রোটেকশন। এই ফোনে ডুয়াল ন্যানো সিম থাকতে পারে। এছাড়াও থাকতে পারে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৩০ প্রসেসর। অ্যান্ড্রয়েড ১৩-র সাপোর্ট থাকতে পারে এই ফোনে।
মোটোরোলার আসন্ন ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। সেখানে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার থাকতে পারে। এছাড়াও থাকতে পারে ১৩ মেগাপিক্সেলের একটি সেনসর যেখানে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
মোটোরোলা এজ ৪০ নিও ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৮ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। এছাড়াও থাকতে পারে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। এই ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.০, টাইপ-সি ইউএসবি পোর্টের সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে এই ফোনে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।