বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মোটোরোলা গতকাল তাদের নতুন স্মার্টফোন হিসাবে Motorola Edge 40 Neo পেশ করেছে। Motorola Edge 40 এবং Edge 40 Pro এর পর এই লেটেস্ট ফোনটি এই সিরিজের তৃতীয় স্মার্টফোন হিসাবে লঞ্চ করা হল।
Motorola Edge 40 Neo ফোনটি স্টাইলিশ ডিজাইন এবং শক্তিশালী স্পেসিফিকেশন সহ এই ফোনটি গ্লোবাল মার্কেটে পেশ করা হয়েছে এবং আগামী 21 সেপ্টেম্বর ভারতেও লঞ্চ করা হবে। এই ফোনের ডিজাইন, ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
Motorola তাদের Edge 40 Neo ফোনটি বিশ্বের সবচেয়ে পাতলা 5জি স্মার্টফোন বলে জানিয়েছে এবং এই ফোনটি আইপি68 রেটিং সহ পেশ করা হয়েছে। এই ফোনটি PANTONE Black Beauty, PANTONE Soothing Sea ও PANTONE Caneel Bay কালারে সেল করা হবে। এর মধ্যে ব্ল্যাক মডেলের রেয়ার প্যানেলে acrylic ব্যাবহার করা হয়েছে এবং বাকি দুটি মডেলের ক্ষেত্রে রয়েছে vegan leather। ফোনটিতে IP68 রেটিং থাকার কারণে দীর্ঘ সময় পর্যন্ত জলে পড়ে থাকলেও কোন ক্ষতি হবে না।
স্ক্রিন: Motorola Edge 40 Neo ফোনটিতে 1080 x 2400 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.55 ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন পিওএলইডি প্যানেল দিয়ে তৈরি এবং 144 হার্টস রিফ্রেশরেট ও 360 হার্টস টাচ স্যাম্পেলিং রেটে কাজ করে। এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।
প্রসেসর: এই নতুন ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে এবং প্রসেসিঙের জন্য এতে মিডিয়াটেক ডায়মেনসিটি 7030 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।
রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ওআইএস ফিচারযুক্ত ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে।
ফ্রন্ট ক্যামেরা: সেলফি এবং ভিডিও কলের জন্য Motorola Edge 40 Neo ফোনে বিভিন্ন অ্যাডভান্স ফিচার এবং ফিল্টারযুক্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটি দ্রুত চার্জ করার জন্য এতে 68 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী মাত্র 15 মিনিটের মধ্যে এই ফোন 50% শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যায়।
খোলামেলা দৃশ্যে ভরপুর এই ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না
গ্লোবাল মার্কেটে Motorola Edge 40 Neo ফোনটি 12GB RAM এবং 256GB স্টোরেজ সহ পেশ করা হয়েছে। ফোনটির দাম রাখা হয়েছে 399 ইউরো অর্থাৎ ভারতীয় টাকা অনুযায়ী প্রায় 35,500 টাকার কাছাকাছি। ভারতে আগামী 21 সেপ্টেম্বর Motorola Edge 40 Neo ফোনটি এই একই স্পেসিফিকেশনের সঙ্গে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।