বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : Motorola এর তরফ থেকে সম্প্রতি জানানো হয়েছে 3 এপ্রিল ভারতে কোম্পানি একটি ইভেন্টের আয়োজন করবে এবং এই ইভেন্টের মঞ্চ থেকে বাজারে নতুন স্মার্টফোন সিরিজ লঞ্চ করা হবে। কোম্পানি এখনও ফোনের নাম সম্পর্কে কিছু জানায়নি, তবে এই দিন Edge series‘ লঞ্চ করা হবে এবং Motorola Edge 50 Pro, Edge 50 এবং Edge 50 Fusion লঞ্চ হতে পারে বলে মনে করা হচ্ছে। এগুলির মধ্যে Motorola Edge 50 Fusion ফোনটির স্পেসিফিকেশন ইন্টারনেটে লিক হয়েছে, এই সম্পর্কে নীচে বিস্তারিত জানানো হল।
Motorola Edge 50 Fusion এর দাম (লিক)
টিপসটার ইভান ব্লাস মোটোরোলা এজ 50 ফিউশন সম্পর্কে লিক লিক শেয়ার করেছেন। টিপসটারের দেওয়া তথ্য অনুযায়ী এই ফোনটি মিড রেঞ্জে বাজারে আসবে। এই ফোনটির দাম 25,000 টাকার কাছাকাছি হতে পারে। লিক অনুযায়ী ফোনটি Peacock Pink, Ballad Blue (vegan leather) এবং Tidal কালারে লঞ্চ হতে পারে।
Motorola Edge 50 Fusion এর স্পেসিফিকেশন (লিক)
ডিসপ্লে: লিক অনুযায়ী মোটোরোলা এজ 50 ফিউশন স্মার্টফোনটিতে 6.7 ইঞ্চির স্ক্রিন দেওয়া হবে। পিওএলইডি প্যানেলে তৈরি এই স্ক্রিন পাঞ্চ হোল স্টাইলে পেশ করা হবে।
প্রসেসর: লিক অনুযায়ী Edge 50 Fusion ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং মাই ইউএক্স সহ লঞ্চ করা হবে। প্রসেসিঙের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 1 অক্টাকোর প্রসেসর যোগ করা হবে।
মেমরি: আপকামিং মোটোরোলা ফোনে 8জিবি RAM এবং 256জিবি স্টোরেজ দেওয়া হবে বল জানানো হয়েছে।
সেলফি ক্যামেরা: এই Motorola Edge 50 Fusionস্মার্টফোনটিতে সেলফি তোলা, ভিডিও কল এবং রিলস বানানোর জন্য 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।
ব্যাক ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল মেইন সেন্সর সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য মোটোরোলা এজ 50 ফিউশন স্মার্টফোনটিতে 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে। ফোনটিতে দ্রুত চার্জ করার জন্য 68 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।