বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : মটোরোলা এজ 50 আল্ট্রা এবং এজ 50 ফিউশন লঞ্চ করল কোম্পানি। বিশ্ব বাজারে এই স্মার্টফোন হাজির করেছে মটোরোলা। এতে পাবেন Qualcomm Snapdragon প্রসেসর সঙ্গে 50 মেগাপিক্সেল ক্যামেরা-সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। ফিউশন ভ্যারিয়েন্টে পাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ। কিছুদিন আগেই মটোরোলা এজ 50 প্রো লঞ্চ করেছে সংস্থা।
মটোরোলা এজ 50 আলট্রা ও এজ 50 ফিউশন দাম জানুন
মটোরোলা এজ 50 আলট্রা স্মার্টফোনের দাম 999 ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় 88,900 টাকা) এবং মটোরোলা এজ 50 ফিউশনের দাম 399 ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় 35,900 টাকা)। আপাতত কয়েকটি দেশেই চালু হয়েছে এই স্মার্টফোনের বিক্রি। খুব শীঘ্রই ভারতে চালু হবে মটোরোলা এজ 50 আলট্রা এবং এজ 50 ফিউশনের বিক্রি।
মটোরোলা এজ 50 আলট্রা ফিচার্স
6.7 ইঞ্চি ফুল HD+ pOLED ডিসপ্লে রয়েছে স্মার্টফোনে সঙ্গে 144Hz রিফ্রেশ রেট এবং 250 নিটস পিক ব্রাইটনেস। স্মার্টফোনে প্রসেসর রয়েছে Qualcomm Snapdragon 8s Gen 3 চিপসেট যা 16 জিবি পর্যন্ত ব়্যাম এবং 1TB পর্যন্ত ইন্টার্নাল স্টোরেজ সাপোর্ট করে। ফোনে পাবেন অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম।
ক্যামেরার ক্ষেত্রে ফিচার্স রয়েছে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেসন, 50 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা এবং 64 মেগাপিক্সেল টেলিফটো সেন্সর। ফোনের সামনে মিলবে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
ব্যাটারি ক্যাপাসিটি পাবেন 4,500mAh ও 125W ফাস্ট চার্জিং সাপোর্ট এবং 50W ওয়্যারলস চার্জিং সাপোর্ট। এতে USB টাইপ-সি কানেক্টিভিটি এবং ডুয়াল 5G, 4G সাপোর্ট পাওয়া যাবে।
মটোরোলা এজ 50 ফিউশন ফিচার্স
এতেও রয়েছে একই 6.7 ইঞ্চি ফুল HD+ pOLED ডিসপ্লে ও 144Hz রিফ্রেশ রেট। ফোনের পিক ব্রাইটনেস 1,600 নিটস। স্মার্টফোনে প্রসেসর পাবেন Qualcomm Snapdragon 7s Gen 2 চিপসেট যা সর্বোচ্চ 12 জিবি ব়্যাম এবং 512 জিবি ইন্টার্নাল স্টোরেজ সাপোর্ট করে। এতে অপারেটিং সিস্টেম রয়েছে অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক Hello UI (ইউজার ইন্টারফেস)।
লঞ্চ হল Dell-র নতুন AI ল্যাপটপ! রয়েছে সেরা সব ফিচার্স, দাম কত? জানুন
ফোনে ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 13 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স। ফোনের সামনে রয়েছে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। স্মার্টফোনে ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে 5,000mAh সঙ্গে 68W ফাস্ট চার্জিং। কানেক্টিভিটির ক্ষেত্রে রয়েছে 5G, 4G, জিপিএস, ব্লুটুথ 5.2 ভার্সন এবং USB টাইপ-সি চার্জিং পোর্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।