বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মোটোরোলা তাদের নতুন এজ সিরিজের স্মার্টফোন লঞ্চ সম্পর্কে জানিয়ে দিয়েছে। এই ফোনটিকে ভারতীয় বাজারে Motorola Edge 50 Pro এই নামে পেশ করা হবে। এখনও পর্যন্ত লঞ্চ ডেট সম্পর্কে কিছু জানানো হয়নি, কিন্তু শপিং সাইট ফ্লিপকার্টে ফোনটিকে গুরুত্বপূর্ণ ডিটেইল সহ লিস্টং করা হয়েছে।
জানিয়ে রাখি সম্প্রতি কোম্পানি একটি টিজার শেয়ার করেছে, এতে 3 এপ্রিল তারিখটির উল্লেখ ছিল। তাই মনে করা হচ্ছে এই দিনেই কোম্পানির আপকামিং ফোনটি লঞ্চ করা হতে পারে।চলুন, বিস্তারিত জেনে নেওয়া যাক ফোনটির ডিজাইন এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
Motorola Edge 50 Pro এর ডিজাইন : ফ্লিপকার্টে প্রকাশিত ডিটেইল অনুযায়ী Motorola Edge 50 Pro এই ফোনটি তিনটি কালার অপশনে দেখা গেছে। এই ফোনটি ব্লু, ব্ল্যাক এবং সিলভার কালারে পেশ করা হবে। তবে তিনটি কালার অন্য নামে লঞ্চ করা হতে পারে।
ফোনটির ব্যাক প্যানেলে একটি বড়ো ক্যামেরা মডিউল দেখা গেছে। এতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং এলইডি ফ্লাশ যোগ করা হয়েছে। এছাড়া ব্যাক প্যানেলে একদম মাঝখানে কোম্পানির ব্র্যান্ডিং থাকবে। ফোনটির ফ্রন্ট সাইডে 3D কার্ভ ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে পাঞ্চ হোল ডিজাইন দেওয়া হবে। একইভাবে ফোনটির ডানদিকের প্যানেলে পাওয়ার এবং ভলিউম বাটন থাকবে।
Motorola Edge 50 Pro এর স্পেসিফিকেশন : ফ্লিপকার্ট থেকে পাওয়া ডিটেইল অনুযায়ী Motorola Edge 50 Pro স্মার্টফোনটিতে 6.7 ইঞ্চির pOLED 3ডি কার্ভ সহ ডিসপ্লে দেওয়া হবে। এতে 1.5k রেজোলিউশন, 144Hz রিফ্রেশ রেট, 2000 নিটস পিক ব্রাইটনেস, HDR10+ এবং 100% DCI-P3 কালার গামুট ফিচার থাকবে।
এই ফোনটির ডিসপ্লেতে এসজিএস আই এবং কর্নিং গোরিলা গ্লাস প্রোটেকশন যোগ করা হবে। এর সঙ্গে এই ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। কনফার্ম হওয়া ডিটেইলস অনুযায়ী ফোনটিতে বিশ্বের প্রথম প্যানটোন ডিসপ্লে এবং ক্যামেরা যোগ করা হয়েছে।
মোটোরোলা এজ 50 প্রো ফোনটিতে 50MP প্রাইমারি ক্যামেরা,13MP ম্যাক্রো ক্যামেরা এবং আলট্রা ওয়াইড ক্যামেরা সহ AI টেকনিক প্রো-গ্রেড ক্যামেরা দেওয়া হবে।
এই ফোনের ক্যামেরায় প্যানোরামিক আলট্রা ওয়াইড শট, ক্রিস্টাল ক্লিয়ার ম্যাক্রো শট, এআই ডায়নামিক ফিউশন, অ্যাডেপ্টিভ স্টৈবিলাইজেশন, অটো ফোকাস ট্র্যাকিং, এআই ফটো এনহ্যান্সমেন্ট ইঞ্জিন এবং টিল্ট মোডের মতো বিভিন্ন অপশন থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।