বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : Motorola চীনে তাদের এজ সিরিজের নতুন স্মার্টফোন হিসাবে Motorola Edge 60 5G স্মার্টফোন লঞ্চ করেছে। সবচেয়ে বড় কথা এই ফোনটিই কিছু দিন আগে গ্লোবাল বাজারে Dimensity 7300 Extreme প্রসেসর সহ পেশ করা হয়েছিল। তবে চীনে ফোনটি আরও শক্তিশালী Dimensity 7400 চিপসেটের সঙ্গে লঞ্চ করা হয়েছে। একইভাবে ব্যাটারির ক্ষেত্রেও পরিবর্তন করা হয়েছে। এই পোস্টে লেটেস্ট Motorola Edge 60 ফোনটি সম্পর্কে আলোচনা করা হল।
Motorola Edge 60 5G ফোনের দাম
চীনে Motorola Edge 60 5G ফোনটি CNY 1,999 অর্থাৎ প্রায় 23,000 টাকা দামে লঞ্চ করা হয়েছে। শীঘ্রই এই ফোনটি ভারতেও লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
Motorola Edge 60 ফোনের স্পেসিফিকেশন
6.7″ 1.5K pOLED Display
MediaTek Dimensity 7400
12GB RAM + 256GB Storage
50MP Rear Camera
50MP Selfie Camera
5,500mAh Battery
68W TurboPower
ডিসপ্লে: Motorola Edge 60 ফোনে 6.7-ইঞ্চির পিওএলইডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 2712 x 1220 পিক্সেল রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এর ফলে ইউজাররা স্মুথ স্ক্রলিং এবং দারুণ ভিউইং এক্সপেরিয়েন্স দিতে সক্ষম।
পারফরমেন্স: প্রসেসিঙের জন্য এই ফোনে 5G কানেক্টিভিটি সাপোর্টেড MediaTek Dimensity 7400 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এই প্রসেসর ফোনটির গ্লোবাল মডেলে ব্যাবহৃত Dimensity 7300 Extreme চিপসেটের তুলনায় ভালো পারফর্ম করতে সক্ষম।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Motorola Edge 60 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে 50MP প্রাইমারি সেন্সর, 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 10MP টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 50MP হাই রেজোলিউশন ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি: Motorola Edge 60 ফোনে 5500mAh ব্যাটারি রয়েছে। এই ব্যাটারি 68W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
অন্যান্য ফিচার: এই ফোনে USB Type-C চার্জিং পোর্টের সঙ্গে Type-C অডিও জ্যাক দেওয়া হয়েছে। এই ফোনটির বডি ডিজাইন ‘Air Nanoskin’ ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এবং ওজন প্রায় 181 গ্রাম। এই ফোনটি Blues Soda কালার অপশনে পেশ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।