বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : Motorola শীঘ্রই তাদের নতুন স্মার্টফোন Motorola Edge 60 Pro চীনে লঞ্চ করতে পারে। Motorola Edge 60 Pro স্মার্টফোনটিতে 16GB পর্যন্ত RAM এবং 50MP ট্রিপল ক্যামেরাও দেখতে পাওয়া যেতে পারে। Motorola-র এই স্মার্টফোনটি সম্প্রতি TENAA-তে spot হয়েছে, যা হলো চীনের স্মার্টফোন সার্টিফিকেশন ওয়েবসাইট। এই স্মার্টফোনটির স্পেসিফিকেশন এবং লঞ্চ তারিখ সম্পর্কে কোনো তথ্য Share হয়নি। চলুন Leak স্পেসিফিকেশন সম্পর্কে জানা যাক।
Display: Motorola Edge 60 Pro স্মার্টফোনটির ডিসপ্লে সম্পর্কে যদি আলোচনা করি, তবে লিক হওয়া রিপোর্ট অনুযায় Motorola Edge 60 Pro স্মার্টফোনটিতে 6.67” এর ডিসপ্লে দেওয়া যেতে পারে।
Processor: এবার যদি Motorola Edge 60 Pro স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করি, তবে এই স্মার্টফোনটির মধ্যে লিক হওয়া তথ্য অনুযায় MediaTek Dimensity 8350 অক্টা কোর প্রসেসর দেওয়া যেতে পারে। যা 16GB পর্যন্ত RAM এবং 1TB পর্যন্ত স্টোরেজ এর সাথে লঞ্চ হতে পারে।
Camera: Motorola Edge 60 Pro স্মার্টফোনটির মধ্যে শক্তিশালী MediaTek এর প্রসেসর এর পাশাপাশি লিক অনুযায় দুর্দান্ত ক্যামেরাও দেওয়া যেতে পারে। যদি Motorola Edge 60 Pro Camera সম্পর্কে আলোচনা করি, তবে এই স্মার্টফোনটির পেছনে ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ এবং এই স্মার্টফোনটির ফ্রন্টে ৩২ মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা দেওয়া যেতে পারে।
Battery: লিক হওয়া রিপোর্টে Motorola Edge 60 Pro স্মার্টফোনটির ব্যাটারী স্মার্টফোনটির ব্যাটারী নিয়েও আলোচনা করা হয়েছে। যদি এই স্মার্টফোনটির ব্যাটারী সম্পর্কে আলোচনা করি তবে এই স্মার্টফোনটির মধ্যে শক্তিশালী 6000mA এর ব্যাটারী দেওয়া যেতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।