বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সম্প্রতি ভারতের বাজারে মোটোরোলা তাদের Edge 60 লাইনআপের অধীনে Motorola Edge 60 Fusion এবং Edge 60 Stylus স্মার্টফোন দুটি লঞ্চ করেছে। আর বর্তমানে ব্র্যান্ডটি স্ট্যান্ডার্ড Motorola Edge 60 মডেলটি লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এই ফোনটি আগামী ২৪ এপ্রিল আয়োজিত কোম্পানির আসন্ন গ্লোবাল ইভেন্টে উন্মোচিত হতে পারে, যেখানে Motorola Razr 60 সিরিজ এবং Motorola Edge 60 Pro-ও আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। তবে ইভেন্টের আগেই এখন এক সুপরিচিত টিপস্টার তার এক্স পোস্টের মাধ্যমে Motorola Edge 60-এর প্রেস ইমেজ এবং ইনফোগ্রাফিক্স শেয়ার করেছেন। আসুন এগুলি থেকে কি কি তথ্য উঠে এসেছে, দেখে নেওয়া যাক।
ফাঁস হল Motorola Edge 60-এর স্পেসিফিকেশন
টিপস্টার ইভান ব্লাস (ওরফে evleaks)-এর সাম্প্রতিক এক্স (আগে টুইটার নামে পরিচিত) পোস্টে শেয়ার করা ছবি অনুসারে, Motorola Edge 60 ফোনে ১.৫কে রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির কার্ভড পিওলেড (pOLED) ডিসপ্লে থাকবে। এটি MediaTek Dimensity 7300 চিপসেট দ্বারা চালিত হবে। তবে আগের একটি রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে ফোনটি Dimensity 7400 প্রসেসর সহ আসবে।
ক্যামেরা হার্ডওয়্যারের ক্ষেত্রে, Motorola Edge 60-তে থাকবে ৫০ মেগাপিক্সেলের সনি লাইটিয়া ৭০০সি (Sony LYTIA 700C) প্রাইমারি রিয়ার সেন্সর, যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট করবে। এছাড়াও, ফোনের ক্যামেরা সেটআপে অন্তর্ভুক্ত থাকবে একটি আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ৩x টেলিফটো ক্যামেরা। Motorola Edge 60-এর সামনে ইউজাররা একটি ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাবেন। ডিভাইসটি ১২ জিবি ফিজিক্যাল র্যাম, অতিরিক্ত ১২ জিবি ভার্চুয়াল র্যাম এবং ৫১২ জিবি ইন-বিল্ট স্টোরেজ অফার করবে।
Motorola Edge 60 ফোনের ব্যাটারির ক্ষমতা পূর্বসূরিতে থাকা ৫০০০ এমএএইচ-এর থেকে বেড়ে ৫২০০ এমএএইচ পর্যন্ত করা হবে, যা আগের মতোই ৬৮ ওয়াট টার্বো চার্জিং সাপোর্ট করবে। ফোনটি যথেষ্ট টেকসই হবে, কেননা এতে মিলিটারি-গ্রেড MIL-STD-810H সার্টিফিকেশন এবং সম্ভবত IP69 জল এবং ধুলো প্রতিরোধী চ্যাসিস দেখা যাবে। যদিও, এই লিকটি থেকে আনুষ্ঠানিক মূল্য সর্ম্পকে জানা যায়নি, তবে আগামী ২৪ এপ্রিল লঞ্চ ইভেন্টে এবিষয়ে বিস্তারিত ঘোষণা করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।