বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: স্মার্টফোন কেনার সময় তরুণ প্রজন্মের প্রথম পছন্দ হয় সেই ফোন যেখানে হাই কোয়ালিটির ক্যামেরা ফিচার্সরয়েছে। কত মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর রয়েছে, সেলফি ক্যামেরা কেমন— এইসব দেখে ফোন কেনেন অনেকেই। তাদের জন্যই সুখবর দিল মোটোরোলা। এছাড়াও মোটোরোলার এই ফ্ল্যাগশিপ ফোনে ৬০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকতে পারে।
যদি রিপোর্টগুলি বিশ্বাস করা হয়, কোম্পানিটি ২০০-মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর সহ একটি স্মার্টফোন লঞ্চ করতে প্রস্তুত। এর নাম বলা হচ্ছে মোটোরোলা ফ্রন্টায়ার’, যেটা নিয়ে বহুদিন ধরেই গুঞ্জন চলছিল।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, মোটোরোলা ফ্রন্টায়ার ফোনে যদি সত্যিই ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর থাকে তাহলে এটিই হবে বিশ্বের প্রথম স্মার্টফোন যেখানে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর থাকবে।
মোটোরোলা ফ্রন্টায়ার ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
এই ফোনে একটি ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস ওএলইডি ডিসপ্লে থাকতে পারে। এই স্ক্রিনের রিফ্রেশ রেট হতে পারে ১৪৪ হার্টজ। মোটোরোলার এই ফ্ল্যাগশিপ ফোনে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন SM8475 প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। এই চিপসেট আসলে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসরের আপডেটেড ভার্সান।
ফোনটি একটি স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর দ্বারা চালিত হবে এবং ১২৫ W চার্জিং সহ একটি ৪৫০০ mAh ব্যাটারি দিয়ে সজ্জিত হবে। আসন্ন মোটো ডিভাইসে ১২ জিবি পর্যন্ত ব়্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ দেওয়া হবে। ২০০-মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর ছাড়াও এই ফোনে ৫০-মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং ১২-মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা দেওয়া যেতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।