বাংলাদেশসহ সারাবিশ্বে একসময় মটোরোলার ফোন বেশ জনপ্রিয় ছিল। সময়ের সাথে বেশকিছু স্মার্টফোন কোম্পানির মতো মটোরোলাও হারিয়ে যেতে বসেছিল। কিন্তু সাম্প্রতিককালে তাদের কিছু স্মার্টফোন মডেল বাজারে দেখা যাচ্ছে। কম দামে বাজেটের মধ্যে ভালো ফিচারসহ মটোরোলার এই ফোনগুলো স্মার্টফোন প্রেমীদের ভালোই আকর্ষণ করতেছে।
তবে এবার মটোরোলা নতুন এক স্মার্টফোন দুনিয়াকে কাঁপাতে আসছে। মটোরোলা ফ্রন্টেয়ার ১৯৪ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন হতে যাচ্ছে। এই ফোন সম্পর্কে ইতিমধ্যে ইন্টারনেটে হাইপ শুরু হয়ে গিয়েছে।
যতোটুকু জানা গেছে Motorola Frontier স্মার্টফোনটি স্নাপড্রাগণ ৮ জেন ১ প্রসেসর দিয়ে আসবে যা স্ন্যাপড্রাগনের সবচেয়ে লেটেস্ট প্রসেসর এবং ৪ ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি।
Motorola Frontier ১২৮জিবি রম ৮জিবি র্যাম এবং ২৫৬ জিবি রম ১২ জিবি র্যামের ভেরিয়েশনে আসতে পারে। ৬.৭ ইঞ্চির ১৪৪ হার্জ ডিসপ্লেসহ মটোরোলা ফ্রন্টেয়ার আসতে পারে বলে জানা গেছে। ক্যামেরা সম্পর্কে যতোটুকু জানা গেছে সবচেয়ে বড় চমক হতে পারে ১৯৪ মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে ৫০ মেগাপিক্সেল এবং12 মেগাপিক্সেলের আরও দুটি ক্যামেরা থাকতে পারে।
৪৫০০ এমএইচ ব্যাটারির সাথে থাকবে ১২৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা এবং ওয়ারলেস ফাস্ট চার্জিং থাকবে ফিফটি ওয়াটের।
gsmarena.com এর তথ্য অনুযায়ী Motorola Frontier ফোনের আনঅফিসিয়াল স্পেসিফিকেশনস নিচে দেওয়া হলো
সবকিছু ঠিক থাকলে যতোটুকু জানা গেছে ২০২২ সালের জুনের মধ্যেই Motorola Frontier ফোনটি বাজারে আসবে। আর ক্যামেরা যদি ১৯৪ মেগাপিক্সেল হয় তাহলে এটাই হবে স্মার্টফোনের মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ ক্যামেরার স্মার্টফোন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।