বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মটোরোলা এবং টেকনো মোবাইলের সম্প্রতি লঞ্চ হওয়া দুটি ফোন নিয়ে আজকে আমরা তুলনা করব। সেই ফোনগুলো হল Motorola G51 5G এবং Tecno Camon 18T। ফোন দুটির মাঝে মূল্যের তেমন বেশি তারতম্য নেই তবে ফিচারের ভিন্নতা লক্ষ্য করা গেছে।
আলাদা আলাদা ফিচারে সাজানো হয়েছে ফোন দুটি। একেক ফোনটিতে একেক রকম সুবিধা বেশি পাওয়া যাবে। এখানে কোন ফোনকেই কম বলা যাবে না। চলুন তুলনা করা যাক মোবাইল ২টির মধ্যে। প্রথমেই আলোচনা করা যাক ডিসপ্লে সেকশন নিয়ে।
Motorola G51 5G এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৬.৮ ইঞ্চি বিশিষ্ট আই পি এস এল সি ডি ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ১০৮০X২৪০০ পিক্সেল। এছাড়া এই ফোনটির সাথে দেওয়া হয়েছে ১২০ হার্জ এর ডিসপ্লে রিফ্রেশ রেট।
Tecno Camon 18T উক্ত মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৬.৮ ইঞ্চি বিশিষ্ট আই পি এস এল সি ডি ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ১০৮০X২৪৬০ পিক্সেল।
এবার আলোচনা করা যাক মোবাইলগুলোর বডি নিয়ে : Motorola G51 5G এই মোবাইলটির আয়তন হবে ১৭০X৭৭X৯ মিলিমিটার এবং ওজন হবে মাত্র ২০৮ গ্রাম। Tecno Camon 18T উক্ত মোবাইলটির আয়তন হবে ১৬৮.৮৬X৭৬.৬৭X৮.৯৫ মিলিমিটার।
এবার আলোচনা করা যাক মোবাইলগুলোর হার্ডওয়্যার সেকশন নিয়ে : মটোরোলা মোটো জি৫১ ৫জিঃ উক্ত মোবাইলটির সাথে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০+ অক্টাকোর প্রসেসর। জি পি ইউ দেওয়া হয়েছে অ্যাড্রিনো ৬১৯।
এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ফোন স্টোরেজ এছাড়া অতিরিক্তভাবে ৫১২ জিবি এর স্টোরেজ ব্যাবহার করা যাবে।
এখানে আরো দেওয়া হয়েছে ৫,০০০ এম এ এইচ এর ব্যাটারি, ওয়াই ফাই ৬, ব্লুটুথ ৫.১ সহ নানাবিধ সুবিধা। হাইব্রিড ডুয়েল সিম ব্যবহার করা যাবে এই ফোনটিতে। অ্যান্ড্রোয়িড ভার্সন ১১ দেওয়া হয়েছে এই ফোনটিতে।
Tecno Camon 18T এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৫ অক্টাকোর প্রসেসর। জি পি ইউ হবে এ আর এম মালি- জি ৫২ ২ইইএমসি২। এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি ফোন স্টোরেজ।
এখানে আরো দেওয়া হয়েছে ৫,০০০ এম এ এইচ এর ব্যাটারি, ১৮ ওয়াটের ফাস্ট চার্জ, ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক ওয়াই ফাই ৬, ব্লুটুথ ৫.০ এর সুবিধা। ডুয়েল সিম ব্যবহার করা যাবে এই ফোনটিতে। অ্যান্ড্রোয়িড ভার্সন ১১ দেওয়া হয়েছে এই ফোনটিতে।
এবার আলোচনা করা যাক ফোনগুলোর ক্যামেরা সেকশন নিয়ে :মটোরোলা মোটো জি৫১ উক্ত মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ যার প্রাথমিক ক্যামেরাটি হবে ৫০ মেগাপিক্সেলের, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ও অপরটি হবে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর।
সাথে দেওয়া হয়েছে একটি এল ই ডি ফ্ল্যাশ। এখানে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ১৩ মেগাপিক্সলের। প্রত্যেক ক্যামেরাতেই ১০৮০ পি ৩০/৬০ এফ পি এস এর রেকর্ডিং করা যাবে।
Tecno Camon 18T এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ যার ক্যামেরাগুলো হবে ৪৮ মেগাপিক্সলের, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো এবং অপরটি হবে ২ মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। সাথে দেওয়া হয়েছে ডুয়েল এল ই ডি ফ্ল্যাশ। এখানে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ৪৮ মেগাপিক্সেলের। উভয় ক্যামেরাতে ১০৮০ পি ৩০ এফ পি এস এর রেকর্ডিং করা যাবে। এবার আলোচনা করা যাক মূল্য নিয়ে।
Motorola G51 5G : এই মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৬,৯৯১ টাকা।
Tecno Camon 18T : এই মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৩,৫৩১ টাকা।
এখানে ফোন দুটির মাঝে মূল্যের তেমন তারতম্য নেই তবে ফিচারের ও ভিন্যতা বেশ রয়েছে। দুইটি ফোনের ফিচারই দেওয়া হয়েছে অসাধারণ। কোনটিকেই খারাপ বলা যাবে না। আপনার পছন্দ অনুযায়ী যে কোনটিই নিতে পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।