ভিভো ও রিয়েলমি কে টেক্কা দিতে বাজারে হাজির মটোরলার নতুন স্মার্টফোন

Moto E22s

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মটোরলা আজ ভারতীয় বাজারে তাদের ‘E’ সিরিজের নতুন স্মার্টফোন Moto E22s পেশ করেছে। এই ফোনে 90Hz Display, 16MP AI Camera, 4GB RAM, MediaTek Helio G37 চিপসেট এবং 5,000mAh Battery এর মতো সুন্দর কিছু ফিচার আছে। ৮,৯৯৯ টাকা দামের Moto E22s ফোনটি বাজেট সেগমেন্টের Realme, Redmi থেকে শুরু করে Vivo, Infinix ও Tecno এর মতো ব্র্যান্ডগুলির বাজেট ক্যাটাগরির বিভিন্ন ফোনকে যথেষ্ট টক্কর দেবে বলে মনে করা হচ্ছে।

Moto E22s

Motorola Moto E22S স্মার্টফোনটি 20:9 আসপেক্ট রেশিও যুক্ত এবং 1600 x 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.5-ইঞ্চির HD+ ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনের স্ক্রিনটি আইপিএস LCD প্যানেল দিয়ে নির্মিত এবং 90Hz রিফ্রেশরেটে কাজ করে। এই Motorola মোবাইলের ডায়মেনশন 163.95 x 74.94 x 8.49 mm এবং ওজন 185 গ্রাম।

Moto E22s ফোনটি মাইইউএক্স বেসড Android 12 এর সঙ্গে পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে 2.3 গিগাহার্টস ক্লক স্পীড যুক্ত অক্টাকোর প্রসেসর সহ MediaTek Helio G57 চিপসেট দেওয়া হয়েছে।। হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এতে আছে IMG PowerVR GE8320 GPU। ভারতে এই স্মার্টফোনটি 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ সহ পেশ করা হয়েছে যা 1TB পর্যন্ত মাইক্রোএসডি কার্ড সাপোর্ট করে। আরও পড়ুন: এই সপ্তাহান্তে OTT-তে এন্টারটেইনমেন্টের ডবল ডোজ নিয়ে আসছে এইসব সিনেমা এবং সিরিজগুলি, দেখে নিন তালিকা

ফটোগ্রাফির জন্য এই স্মার্টফোনে ডুয়েলরেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। Moto E22S এর ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ সহ 16-মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে এবং এর সঙ্গে একটি 2-মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর রয়েছে। একইভাবে এই মোবাইলে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য একটি 8-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।

Motorola Moto E22s স্মার্টফোনটি একটি ডুয়াল সিম ফোন যা 4G LTE সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 10W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি রয়েছে। আরও পড়ুন: ভারতে আসছে 4GB RAM সহ সস্তা Moto E22s স্মার্টফোন, এই দিন শুরু হবে সেল, জেনে নিন দাম

লজ্জার সমস্ত সীমা অতিক্রম করলেন ‘রামায়ণ’-এর সীতা, ভাইরাল ভিডিও

ভারতে Moto E22s ফোনটি একটি মাত্র ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ সহ এই ফোনটির দাম রাখা হয়েছে 8,999 টাকা। আগামী 22 অক্টোবর থেকে Moto E22s ফোনটির সেল শুরু হবে এবং এই ফোনটি Arctic Blue এবং Eco Black কালারে বেচা হবে।