Advertisement
শেষ হচ্ছে আগামীকাল, 7 আগস্ট। এই সেলে Motorola নিয়ে এসেছে বাজেট সেগমেন্টের অন্যতম সেরা স্মার্টফোন Motorola Moto G05 4G অবিশ্বাস্য কম দামে। ফোনটির আসল দাম 7,278 টাকা হলেও SBI কার্ড পেমেন্টে পাওয়া যাচ্ছে 727.80 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড়, ফলে দাম কমে দাঁড়াচ্ছে মাত্র 6,550 টাকা। এছাড়া মিলছে ক্যাশব্যাক ও এক্সচেঞ্জ অফার, যা আপনার পুরনো ফোনের অবস্থা ও মডেলের উপর নির্ভর করবে।
Motorola Moto G05 4G-এর মূল ফিচার ও স্পেসিফিকেশন
- ডিসপ্লে: 6.67-ইঞ্চি HD+ ডিসপ্লে, 90Hz রিফ্রেশ রেট, 1000 নিট পিক ব্রাইটনেস
- প্রসেসর: MediaTek Helio G81 Ultra
- RAM ও স্টোরেজ: 4GB ফিজিক্যাল RAM + 8GB ভার্চুয়াল RAM (মোট 12GB পর্যন্ত), 64GB স্টোরেজ
- ক্যামেরা: 50MP মেইন ক্যামেরা (LED ফ্ল্যাশসহ), 8MP ফ্রন্ট ক্যামেরা
- ব্যাটারি: 5200mAh, 18W ফাস্ট চার্জিং সাপোর্ট
- অডিও: স্টেরিও স্পিকার, ডলবি অডিও
- অপারেটিং সিস্টেম: Android 15
- সিকিউরিটি: সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার
কেন এই অফার মিস করবেন না
যারা কম বাজেটে বড় ব্যাটারি, ভালো ক্যামেরা ও স্টাইলিশ ডিজাইন চান, তাদের জন্য Motorola Moto G05 4G হতে পারে সেরা অপশন। আগামীকাল অর্থাৎ 7 আগস্ট পর্যন্তই এই দাম পাওয়া যাবে Amazon সেলে।
ট্যাগসমূহ:
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।