বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : Motorola খুব শীঘ্রই গ্লোবাল মার্কেটে একাধিক G-সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। আসন্ন ডিভাইসগুলির তালিকায় সামিল রয়েছে – Moto G24, Moto G24 Power এবং Moto G04। এই তিনটি মডেল ইতিমধ্যেই বেশ কয়েকটি সার্টিফিকেশন সাইট দ্বারা অনুমোদিত হয়েছে। কয়েকদিন আগেই Moto G24 সিরিজের ‘Power’ মডেলটি একটি ইউরোপীয় রিটেল ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছিল। আবার আজ এই একই সিরিজের বেস মডেল অর্থাৎ Moto G24 স্মার্টফোনের প্রথম রেন্ডার প্রকাশ্যে এলো। যার দরুন এর ডিজাইন কেমন হবে তার একটা স্পষ্ট ধারণা পাওয়া গেছে। জানিয়ে রাখি এই তথ্য ফাঁসের নেপথ্যে আছেন প্রখ্যাত টিপস্টার ইভান ব্লাস (Evan Blass)৷ তিনি উক্ত স্মার্টফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন এবং দাম সংক্রান্ত তথ্য X প্ল্যাটফর্মের মাধ্যমে সামনে এনেছেন। যার থেকে জানা যাচ্ছে, Moto G24 একটি এন্ট্রি-লেভেল / বাজেট হ্যান্ডসেট হবে।
Moto G24 স্মার্টফোনের দাম (সম্ভাব্য)
টিপস্টার দ্বারা শেয়ার করা পোস্ট অনুসারে, মোটো জি২৪ স্মার্টফোন ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ লঞ্চ হবে। যার দাম ইউরোপীয় দেশগুলির জন্য ১৬৯ ইউরো (ভারতীয় মূল্যে প্রায় ১৫,৩৪০ টাকা) রাখা হবে। যদিও অঞ্চলের উপর ভিত্তি করে এর দাম পরিবর্তিত হতে পারে।
Moto G24 স্মার্টফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)
মোটোরোলা মোটো জি২৪ ফোনে ৬.৫৬-ইঞ্চির এইচডি প্লাস (১৬১২x৭২০ পিক্সেল) IPS LCD ডিসপ্লে প্যানেল পাওয়া যাবে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল স্টাইলের হবে এবং এটি ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ২৬৯ পিপিআই পিক্সেল ডেনসিটি সাপোর্ট করবে। আবার পারফরম্যান্সের জন্য এতে ১২ এনএম প্রসেসিং নোডে নির্মিত মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর ব্যবহার করা হবে। এই চিপসেট – ২.০ গিগাহার্টজ রেটে দুটি কর্টেক্স এ৭৫ কোর, ১.৮ গিগাহার্টজ ক্লক রেটের ছয়টি কর্টেক্স এ৫৫ কোর এবং মালি জি৫২ এমপি২ জিপিইউ সাপোর্ট করবে। এই ফোন LPDDR4X র্যাম এবং UFS 2.2 স্টোরেজের সাথে আসবে। যদিও মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে অভ্যন্তরীণ স্টোরেজ ক্যাপাসিটি বাড়ানো যাবে।
Moto G24 স্মার্টফোন অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক মাই ইউএক্স কাস্টম স্কিনে রান করবে। এর ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে। এই ক্যামেরাগুলি – এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং এফ/২.৪ অ্যাপারচার যুক্ত ২ মেগাপিক্সেল সেকেন্ডারি ম্যাক্রো সেন্সর হতে পারে। আবার ডিভাইসের সামনে এফ/২.০ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হবে।
আসন্ন Moto G24 স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি থাকবে, যা ২০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে। নিরাপত্তার জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে, যা পাওয়ার বাটনে এম্বেডেড থাকবে। আবার কানেক্টিভিটির জন্য – ডুয়াল ন্যানো সিম স্লট, একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক, ওয়াই-ফাই ৫ এবং ব্লুটুথ ৫.০ ভার্সন অন্তর্ভুক্ত থাকবে। মোটোরোলা ব্র্যান্ডের এই হ্যান্ডসেটের সেন্সর বিকল্পের মধ্যে সামিল থাকছে – অ্যাম্বিয়েন্ট লাইট, প্রক্সিমিটি, কম্পাস, এক্সেলেরেশন এবং জাইরোস্কোপ সেন্সর। এর পরিমাপ ১৬৩x৭৫x৭.৯৯ মিমি এবং ওজন ১৮০ গ্রাম হবে বলেও জানা যাচ্ছে।
প্রসঙ্গত, প্রকাশ্যে আসা রেন্ডারে Moto G24 স্মার্টফোনের ডিজাইন খুবই স্পষ্টভাবে লক্ষ্যণীয়। এর ডানদিকে পাওয়ার বাটন এবং ভলিউম রকার অবস্থান করবে। বাম দিকে থাকবে সিম কার্ড ট্রে। আবার ডিভাইসের নিচে – ইউএসবি টাইপ সি পোর্ট কানেক্টর, স্পিকার গ্রিল এবং প্রাইমারি মাইক্রোফোন স্লট দেখা গেছে। এক্ষেত্রে ৩.৫ মিমি হেডফোন স্লট ফোনের উপরি প্রান্তে রাখা হবে। রেন্ডার আরো নিশ্চিত করেছে যে, জি-সিরিজের এই ফোন ডলবি অ্যাটমস অডিও প্রযুক্তি সমর্থন করবে। Moto G24 – ব্ল্যাক, গ্রীন এবং পিঙ্ক কালার অপশনের সাথে লঞ্চ হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।