বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ঈদ উপলক্ষে দেশের বাজারে সাশ্রয়ী মূল্যের নতুন স্মার্টফোন জি৩১ এনেছে মটোরোলা। গত বুধবার দারাজ ও অনলাইন শপ সেলেক্সট্রায় স্মার্টফোনটির বিক্রি শুরু হয়েছে। সাতদিন পর্যন্ত ক্রেতাদের বিশেষ ছাড় দেবে প্রতিষ্ঠানটি।
মটোরোলা জি৩১ স্মার্টফোনে ৬ দশমিক ৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস ওলেড ডিসপ্লে দেয়া হয়েছে, যার রেজল্যুশন ২৪০০–১০৮০ এবং পিক্সেল ডেনসিটি ৪০৯ পিপিআই। এর রিফ্রেশ রেট ৬০ হার্টজ এবং আসপেক্ট রেশিও ২০:৯। ডিভাইসটিতে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ১১ দেয়া হয়েছে।
স্মার্টফোনটির পেছনে ৫০, ৮ ও ২ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা এবং সামনে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। ক্যামেরায় কোয়াড পিক্সেল প্রযুক্তি ব্যবহারের কারণে এটি যেকোনো ধরনের আলোয় ভালো কাজ করবে। ডিভাইসে শক্তিশালী ৫ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ও ১০ ওয়াটের চার্জার রয়েছে।
জি৩১ স্মার্টফোনে মিডিয়াটেকের হেলিও জি৮৫ আলট্রা রেসপনসিভ প্রসেসর ব্যবহার করা হয়েছে। প্রসেসরটিতে হাইপার ইঞ্জিন গেমিং প্রযুক্তি ব্যবহারের কারণে মুভি, চ্যাটিং বা ছবি তোলার সময় বিশেষ পারফরম্যান্স পাওয়া যাবে। এছাড়া নিরাপত্তায় ব্যবহার করা হয়েছে থিংকশিল্ড। বিশেষ এ প্রযুক্তি সাইবার হামলা থেকে সুরক্ষা দেবে।
বাজারে ৪ ও ৬ জিবি র্যাম এবং ৬৪ ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টে স্মার্টফোনটি পাওয়া যাবে। ৪ জিবি ৬৪ জিবির দাম ১৮ হাজার ৯৯৯ টাকা। তবে উন্মোচনের পর প্রথম সাতদিন অফার মূল্য থাকবে ১৬ হাজার ৯৯৯ টাকা। অন্য ভ্যারিয়েন্ট ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি রমের দাম ২১ হাজার ৯৯৯ টাকা। ফোনটির অফার মূল্য থাকছে ১৯ হাজার ৬৯৯ টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।