বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মোটোরোলার রেজার 40 সিরিজের আপগ্রেড ভার্সন হিসেবে Motorola razr 50 Series লঞ্চের ঘোষণা করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে শেয়ার করা টিজার অনুযায়ী আগামী 25 জুন হোম মার্কেট চীনে এই সিরিজের আপকামিং স্মার্টফোন লঞ্চ করা হবে।
এই ফোনটি razr 50 এবং razr 50 Ultra নামে পেশ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক টিজারের মাধ্যমে পাওয়া তথ্য এবং অন্যান্য সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে।
কোম্পানির পক্ষ থেকে শেয়ার করা টিজার অনুযায়ী আগামী 25 জুন মোটো রেজার 2024 ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করা হবে। নীচে দেওয়া ইমেজ অনুযায়ী এই ফোনের নাম সম্পর্কে জানা যায়নি, কিন্তু এই ফোনটি razr 50 এবং razr 50 Ultra নামে পেশ করা হবে বলে মনে করা হচ্ছে।
razr 50 এবং razr 50 Ultra স্মার্টফোনগুলি একটি বড়ো ইভেন্টের মাধ্যমে চীনের সময় অনুযায়ী দুপুর 2:00 টোয় পেশ করা হবে।
Motorola razr 50 সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন : Motorola razr 50 ফোল্ডেবল স্মার্টফোনে 6.9-ইঞ্চির pOLED 120Hz মেইন ডিসপ্লে এবং 3.6-ইঞ্চির OLED সেকেন্ডারি ডিসপ্লে দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে।
গীকবেঞ্চ লিস্টিং অনুযায়ী Motorola razr 50 স্মার্টফোনে MediaTek Dimensity 7300X চিপসেট দেওয়া হবে। সMotorola razr 50 স্মার্টফোনে 8GB RAM সহ পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। এই অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম দেওয়া হতে পারে।
Motorola razr 50 স্মার্টফোনে 33W ফাস্ট চার্জিং এবং 4200mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এই আপকামিং ফোনে 50MP + 13MP ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হতে পারে।
razr 50 Ultra স্মার্টফোনে স্ন্যাপড্রাগন 8এস জেন 3 চিপসেট দেওয়া হতে পারে। লিক অনুযায়ী আগের মডেল Motorola razr 40 Ultra ফোনের থেকে আপকামিং Motorola razr 50 Ultra স্মার্টফোনের ডিজাইন আরও সুন্দর দেখা যাবে।
বিয়ের পর বদলে গেলেন অভিনেত্রী রকুল প্রীত সিং, চেনাই যাচ্ছে না
এই ফোনে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড সহ লঞ্চ করা হতে পারে। তবে এতে 4000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।