বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মোটোরোলা ভারতীয় বাজারে তাদের ফ্লিপ স্মার্টফোনের পরিধি আরও এগিয়ে নিয়ে চলেছে। এই সিরিজের অধীনে Motorola razr 50 Ultra স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। কোম্পানি এই ফোনে 4 ইঞ্চির আউটার ডিসপ্লে, 165Hz রিফ্রেশ রেট, 12 জিবি পর্যন্ত RAM, 4000mAh ব্যাটারি, 45ওয়াট ফাস্ট চার্জিং এর মতো বিভিন্ন দুর্দান্ত স্পেসিফিকেশন দিয়েছে। এই ফোনটি শপিং সাইট আমাজনে, কোম্পানি ওয়েবসাইটে এবং অন্যান্য রিটেল আউটলেটে সেল করা শুরু হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের দাম এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে।
Motorola razr 50 Ultra এর দাম এবং সেল
* মোটোরোলা তাদের নতুন razr 50 Ultra ফ্লিপ স্মার্টফোন 89,999 টাকা দামে লঞ্চ করেছে। এতে 10,000 টাকার ব্যাঙ্ক অফার রয়েছে।
* আগামী 10 জুলাই থেকে এই ফোনের প্রি বুকিং শুরু হবে। ফোনের সঙ্গে 9,999 টাকা মোটো বাডস প্লাস ফ্রি দেওয়া হবে।
* razr 50 Ultra স্মার্টফোন পিজ ফাজ, স্প্রিং গ্রীন এবং মিড নাইট ব্লু এর মতো তিনটি কালার অপশনে লঞ্চ করা হয়েছে।
* এই ফোনটি আমাজন, কোম্পানি ওয়েবসাইটে এবং অন্যান্য রিটেল আউটলেটের মাধ্যমে সেল করা হবে।
Motorola razr 50 Ultra এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: Motorola razr 50 ultra স্মার্টফোনে 2640×1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.9-ইঞ্চির FHD+ pOLED LTPO মেইন ডিসপ্লে সহ 165Hz রিফ্রেশ রেট, 10-বিট HDR 10+, 100% DCI-P3 কালার গামুট, 3000 নিটস পর্যন্ত পীক ব্রাইটনেস সহ পেশ করা হয়েছে। অন্যদিকে এই ফোনে 1272×1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 4 ইঞ্চির pOLED LTPO আউটার ডিসপ্লে সহ 165Hz রিফ্রেশ রেট, 100% DCI-P3 কালার গামুট যোগ করা হবে। এই ফোনের ডিসপ্লেতে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন দেওয়া হয়েছে।
প্রসেসর: Motorola razr 50 ultra স্মার্টফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশন তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8এস জেন 3 অক্টা-কোর চিপসেট লঞ্চ করা হয়েছে। এই ফোনে গ্রাফিক্সের জন্য অ্যাড্রিনো 735 GPU রয়েছে। এই ফোনে স্টোরেজের জন্য 12GB LPDDR5X RAM ও 512GB UFS 4.0 ইন্টারনাল স্টোরেজ সহ পেশ করা হয়েছে।
ক্যামেরা: Moto razr 50 ultra স্মার্টফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে 1/1.95″ সহ 50MP প্রাইমারি ক্যামেরা এবং f/1.79 অ্যাপচার, OIS ফিচারযুক্ত 50MP 2x টেলিফটো ক্যামেরা যোগ করা হয়েছে। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা লেন্স দেওয়া হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Motorola razr 50 ultra স্মার্টফোনে 45W টার্বোপাওয়ার ফাস্ট চার্জিং এবং 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 4000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
অন্যান্য: Motorola razr 50 ultra স্মার্টফোনে স্টিরিয়ো স্পিকার, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডলবি, অ্যাটমস IPX8 রেটিং, ডুয়াল সিম 5G, 4G VoLTE, Wi-Fi 6E, ব্লুটুথ 5.3 এর মতো বিভিন্ন অপশন রয়েছে।
অপারেটিং সিস্টেম: Moto razr 50 ultra স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 14 এবং Hello UI সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানি পক্ষ থেকে জানানো হয়েছে এই ফোনে 3 বছরের সফটওয়্যার আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।