বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গত মাসে Motorola তাদের ‘Razr 60’ সিরিজের অধীনে Motorola Razr 60 এবং Razr 60 Ultra নামের দুটি স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার এর মধ্যে Motorola Razr 60 Ultra ফোনটি ভারতের বাজারে পেশ করা হয়েছে। এই নতুন ফোনটিতে আগের মডেলের তুলনায় আরও ভালো ফিচার পাওয়া যাবে। এই ফোনে স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর, 50 মেগাপিক্সেল ডুয়েল এবং সেলফি ক্যামেরা, 16GB RAM এবং 512GB স্টোরেজ যোগ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই লেটেস্ট ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
অফার সহ Motorola Razr 60 Ultra ফোনটির একমাত্র 16GB + 512GB মডেলের দাম রাখা হয়েছে 89,999 টাকা এই ফোনটি রিও রেড, স্কার্ব, মাউন্টেইন ট্রেইল ও ক্যাবরে কালার অপশনে পেশ করা হয়েছে।
আগামী 21 মে থেকে এই ফোনটি আমাজন, রিলায়েস ডিজিটাল, অফলাইন স্টোর এবং মোটোরোলা ওয়েবসাইট থেকে কেনা যাবে।
Motorola Razr 60 Ultra ফোনের স্পেসিফিকেশন
প্রাইমারি ডিসপ্লে: Motorola Razr 60 Ultra ফোনে 6.96-ইঞ্চির LTPO pOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 2992 x 1224 পিক্সেল রেজোলিউশন, 165Hz রিফ্রেশ রেট, HDR10+, Dolby Vision, 120% DCI-P3 কালার কভারেজ, Pantone ভেরিফায়েড কালার এবং 4,500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়াও এই স্ক্রিনের সুরক্ষার জন্য Gorilla Glass Ceramic ব্যাবহার করা হয়েছে।
কভার ডিসপ্লে: এই ফোনটির বাইরের দিকে 4-ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে যোগ করা হয়েছে। এই স্ক্রিন 1272 × 1080 পিক্সেল রেজোলিউশন, 165Hz রিফ্রেশ রেট এবং 3,000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর: Motorola Razr 60 Ultra ফোনে Snapdragon 8 Elite SoC রয়েছে। এটি Snapdragon 8s Gen 3 তুলনায় বেশি ফাস্ট। এই ফোনটি 2.7 মিলিয়ন AnTuTu স্কোর পেয়েছে বলে জানানো হয়েছে।
স্টোরেজ: Motorola Razr 60 Ultra ফোনে 16GB LPDDR5x RAM এবং 512GB UFS 4.0 ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফি ও সেলফি উভয়ের জন্যই Motorola Razr 60 Ultra ফোনে 50MP ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে। ফোনটির কভার ডিসপ্লেতে 50MP প্রাইমারি এবং 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফির জন্য ফোনটির প্রাইমারি স্ক্রিনে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 4,700mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ব্যাটারি 68W ওয়্যার্ড চার্জিং, 30W ওয়্যারলেস চার্জিং এবং 5W রিভার্স চার্জিং সাপোর্ট করে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ওয়্যার্ড চার্জিং টেকনোলজির মাধ্যমে ফোনটি মাত্র 40 মিনিটে ফুল চার্জ হতে সক্ষম।
ওএস: এই ফোনটি Android 15 বেসড Hello UI সহ কাজ করে। এই ফোনে 3 বছর OS আপডেট এবং 4 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।
কানেক্টিভিটি: এই ফোনে sub-6GHz 5G, Wi-Fi 7, Bluetooth 5.4, USB Type-C এবং NFC এর মতো বিভিন্ন উল্লেখযোগ্য কানেক্টিভিটি অপশন রয়েছে।
অন্যান্য ফিচার: এই ফোনে Dolby Atmos সাপোর্টেড ডুয়েল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে। সিকিউরিটি ও ফোন আনলকের জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে। এছাড়া জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP48 রেটিং রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।