ঘড়ির মতো হাতে বেঁধে রাখতে পারবেন মটোরোলার এই রোলেবল স্মার্টফোন

ফোন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মোবাইল ফোন মার্কেটে ফোল্ডেবল ফোনের যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। দাম অনেকটাই বেশি হলেও এই ধরনের ফোনের লুক এবং স্টাইল বেশ আকর্ষণীয়। কিন্তু এখন যদি বলা হয় এমন নতুন ফোন লঞ্চ হতে চলেছে যা ভাঁজ হবে না, বরং রোল হয়ে ঘড়ির মতো হাতে বাঁধা যাবে।

ফোন

টেক ব্র্যান্ড Motorola এমডব্লিউসি 2024-এর মঞ্চে এমনই একটি অদ্ভুত Rollable Phone পেশ করেছে। এই ফোনের ফটো এবং ভিডিও নিচে শেয়ার করা হল।

প্রথমেই জানিয়ে রাখি এই Rollable Phone ফোনটি একটি কনসেপ্ট ফোন যা নতুন টেকনোলজি দেখানোর জন্য তৈরি করা হয়েছে। এই ডিভাইসের মাধ্যমে Motorola প্রযুক্তির জগতে তাদের অবস্থান দেখিয়েছে এবং কোম্পানির রিসার্চ এবং ডেভেলপমেন্টের একটি নমূনা প্রকাশ করেছে।

ফাইনালের আগেই শাস্তি পেলেন লিটন দাস

এখনই এই Rollable Phone মার্কেটে েল করা হবে না। Motorola তাদের এই ডিজাইনের পেটেন্ট করিয়ে নিয়েছে এবং এই ফোনের প্রথম নমুনা মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে দেখানো হয়েছে। ভবিষ্যতে এই ধরনের মোবাইল ফোন বাজারে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে এবং সাধারণ মানুষও এই ফোন কিনতে পারবেন।