মটোরোলায় বিশ্বকাপ উন্মাদনায় সামিলের সুযোগ

জি৩১ ও মটো ই৪০

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সাশ্রয়ী দামে মোবাইল কিনতে চান সবাই। সাথে চান ভালো ফিচার আর টেকসইয়ের নিশ্চয়তা। সেই সুযোগটি এনে দিয়েছে মটোরোলা। মটোরোলার দুটি মডেলের ফোনে দশ হাজার টাকা পর্যন্ত ছাড়ের ঘোষণা দিয়েছে ব্র্যান্ডটির ন্যাশনাল পার্টনার সেলেক্সট্রা।

জি৩১ ও মটো ই৪০

জি৩১ ও মটো ই৪০ এই দুটি মডেলের ফোনে রয়েছে নিশ্চিত এক হাজার টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। স্টক থাকা পর্যন্ত চলবে ছাড়ের এই অফারটি। পাশাপাশি বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা বাড়িয়ে দিতেও শামিল হয়েছে মটোরোলা।

মটোরোলার যেকোনও হ্যান্ডসেট কিনলে আর্জেন্টিনা বা ব্রাজিলের জার্সি উপহার পাবেন ক্রেতা। ক্যাম্পেইন চলাকালীন সেলেক্সট্রার অনলাইন অথবা শোরুমগুলো থেকে মটোরোলার যেকোনও ফোন কিনলেই ক্রেতাকে তার পছন্দ মতো জার্সি উপহার হিসেবে দেওয়া হবে। অফারটি চলবে পুরো সেপ্টেম্বর।

উচ্চ রক্তচাপে ভুলেও খাবেন না এই খাবারগুলো

সেলেক্সট্রার পক্ষ থেকে জানানো হয়, ক্রেতা যদি সেলেক্সট্রার শোরুম থেকে মটোরোলার ফোন কিনে থাকেন তাহলে কেনার সময়ই তিনি ডিসকাউন্ট ও তার পছন্দসই জার্সি নিয়ে নিতে পারবেন। আর যদি তিনি অনলাইন থেকে অর্ডার করে থাকেন তাহলে অর্ডারটি কনফার্ম করার সময় ডিসকাউন্ট পেয়ে যাবেন ও সেলেক্সট্রার পক্ষ থেকে জেনে নেয়া হবে তিনি কোন জার্সিটি নিতে চান।