বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : বিগত কয়েক দিন ধরে Motorola তাদের একটি আপকামিং স্মার্টফোনের জন্য ধারাবাহিকভাবে টিজার শেয়ার করে যাচ্ছে। যদিও Lenovo-মালিকানাধীন ব্র্যান্ডটি তাদের এই লেটেস্ট হ্যান্ডসেটের নাম এখনো প্রকাশ্যে নিয়ে আসেনি। তবে নিশ্চিত করা হয়েছে যে, ডিভাইসটি অগামী ৩রা এপ্রিল লঞ্চ হবে। আজ Motorola আবারো X প্ল্যাটফর্মে আসন্ন মডেলটির জন্য একটি টিজার ইমেজ পোস্ট করেছে, যা এই নামহীন ফোনের প্রসেসর ভ্যারিয়েন্ট নিশ্চিত করেছে। পাশাপাশি এই হ্যান্ডসেট মিড-রেঞ্জের অধীনে আসবে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে টিজারে।
সদ্য প্রকাশ্যে আসা টিজার ইমেজ অনুসারে, মোটোরোলা ব্র্যান্ডিংয়ের আসন্ন নামহীন ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর ব্যবহার করা হবে। টিজারে ডিভাইসটিকে ভায়োলেট কালার বিকল্পের সাথে দেখা গেছে। যদিও ছবিতে ক্যামেরা মডিউল দেখা যায়নি।
জানিয়ে রাখি, হালফিলে সংস্থা দ্বারা শেয়ার করা আরেকটি টিজারেও এই একই কালার অপশনের সাথে ফোনটি নজরে পড়েছে। আর পূর্বে প্রকাশিত এই টিজারে ফোনের সামনে কার্ভড ডিসপ্লে এবং পেছনে সামান্য উত্থিত ক্যামেরা আইল্যান্ড দেখতে পেয়েছি আমরা।
লেটেস্ট টিজার ইমেজে, আসন্ন মডেলটির ব্যাক প্যানেলে ফাস্ট চার্জিং আইকন দেখা গেছে। যার দরুন অনুমান করা হচ্ছে, এই ফোন ফাস্ট ওয়্যারড চার্জিংয়ের পাশাপাশি হয়তো ওয়্যারলেস চার্জিং প্রযুক্তিও সমর্থন করবে।
মোটোরোলা প্রথম যখন তাদের এই নামহীন ফোনের টিজার শেয়ার করছিলো, তখন মনে করা হয়েছিল আসন্ন মডেলটি Motorola Edge 50 Pro হবে। কিন্তু এখন প্রসেসর অপশন সামনে আসার পর মনে হচ্ছে, এই মোটোরোলা ডিভাইসটি Edge 50 Fusion হলেও হতে পারে।
প্রসঙ্গত হালফিলে টিপস্টার ইভান ব্লাস (Evan Blass) Motorola Edge 50 Fusion ফোনের কিছু ফিচার অনলাইনে ফাঁস করেছেন। তার দাবি অনুসারে, ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেনার ১ চিপসেট সহ আসবে। যেখানে আজ মোটোরোলা স্বয়ং নিশ্চিত করেছে যে, তাদের আসন্ন মডেলে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ১ প্রসেসর থাকছে। ফলে সংস্থার এই নামবিহীন হ্যান্ডসেট আদৌ Motorola Edge 50 Fusion হবে কিনা তা নিয়ে বিভ্রান্তি থেকেই যাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।