বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি আরও সহজতর করতে যুক্তরাজ্যের ডায়মন্ড হারবার ও বাংলাদেশের হ্যালো ভিসা প্রসেস অ্যান্ড ট্যুরস এর মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) লন্ডনের গ্রেটরেক্স বিজনেস সেন্টারে সমঝোতা স্মারক সই হয়।
এতে স্বাক্ষর করেন হ্যালো ভিসা প্রসেস অ্যান্ড ট্যুরস এর সিইও সিব্বির আহমেদ ভুইয়া এবং ডায়মন্ড হারবারের অ্যাডমিশন ডিরেক্টর দেলোয়ার হোসেন।
এই সমঝোতা চুক্তির আওতায় হ্যালো ভিসা প্রসেস অ্যান্ড ট্যুরস যুক্তরাজ্যের ডায়মন্ড হারবার অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সমূহে বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি, আবাসন এবং এয়ার টিকেটিংসহ বিভিন্ন সেবা প্রদান করতে পারবে।
যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, আয়ারল্যান্ড, সার্বিয়া, পর্তুগাল, জার্মানি ও হাঙ্গেরিসহ বিভিন্ন দেশের জনপ্রিয় সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তির অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন থেকে কাজ করছে ডায়মন্ড হারবার।
বিকাশের কন্টাক্টলেস এনএফসি পেমেন্টে কেনাকাটা হবে আরও দ্রুত, নিরাপদ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



