রাকিব হায়দার, সাতক্ষীরা : সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে বাঘের আক্রমণে মনিরুজ্জামান বাচ্চু গাজী নামে এক মৌয়াল নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ১১টার দিকে সুন্দরবনের তালপট্রি এলাকার কাছিকাটা নামক স্থানে এ ঘটনা ঘটে। তিনি গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মৃত কাশেম গাজীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী ও চার সন্তান রেখে গেছেন।
বুড়িগোয়ালিনী বনস্টেশন অফিসার (এসও) হাবিবুল ইসলাম জুমবাংলাকে জানান, ২ এপ্রিল পাশ নিয়ে সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে ১৯ এপ্রিল বাচ্চু গাজী বাঘের হামলায় নিহত হন।
আজ (২০ এপ্রিল) বন থেকে মরদেহ নিয়ে ফিরে মৌয়াল বিল্লাল কয়াল জানান, তালপট্রি এলাকায় শুক্রবার সকাল ১১টায় মধু সংগ্রহের সময় বাচ্চু বাঘের কবলে পড়ে প্রাণ হারান। বন-বিভাগের সহায়তায় তার মরদেহ উদ্ধার করে আনা হয়েছে।
সাতক্ষীরা রেঞ্জের বন সংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসেন চৌধুরী বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বন-বিধি মতে বাঘের কবলে প্রাণ হারানো ব্যক্তির পরিবারকে তিন লাখ টাকা সহায়তা দেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।