বিনোদন ডেস্ক : সৃজিত মুখার্জির পরবর্তী ওয়েব সিরিজ ‘ব্যোমকেশ দুর্গরহস্য’। মধ্যপ্রদেশের একটি জঙ্গলে এখন এ সিনেমার শুটিং করছেন তিনি। আর সেখানে মৌমাছির কামড় খেয়ে নাজেহাল অবস্থা সৃজিত ও তার শুটিং টিমের।
ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, সৃজিত মুখার্জি এবং সৌমিকসহ টিমের কয়েকজনকে মৌমাছি কামড়েছে। একদিকে পরিচালকের কান ফুলে ঢোল। অন্যদিকে চিত্রগ্রাহক সৌমিকের পরিস্থিতি আরো শোচনীয়। মৌমাছি কামড়ানোর পর সবাই ব্যথায় নাজেহাল হয়ে পড়েন। এজন্য কিছুক্ষণ বন্ধ ছিল সিনেমাটির শুটিং।
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘দুর্গরহস্য’ অবলম্বনে সৃজিত নির্মাণ করছেন ‘ব্যোমকেশ দুর্গরহস্য’। এ সিরিজে সত্যান্বেষীর ভূমিকায় দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে। সত্যবতী সোহিনী সরকার। অজিত চরিত্রে দেখা যাবে রাহুল অরুণোদয় ব্যানার্জিকে। সবকিছু ঠিক থাকলে আগামী আগস্টে মুক্তি পাবে এটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।