বিনোদন ডেস্ক: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ হট লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী মৌনী রয় (Mouni Roy)। অভিনেত্রীর এইরকম বোল্ড অবতারে ঘায়েল হয়েছেন নেটিজেনরা। নিজের ইন্সটা পেজ থেকে বেশ কিছু ছবি শেয়ার করেছেন মৌনী। ছবিগুলিতে অভিনেত্রীর পরনে ছিল কখনো লাল রঙের ওয়ান পিস্ লং ড্রেস। আবার কখনো নীল রঙের ড্রেসে সেজে উঠেছেন তিনি। হালকা নীল রঙের ড্রেসের সাথে কালো রঙের চশমায় ‘নাগিন’ খ্যাত অভিনেত্রীকে সত্যি অনবদ্য লেগেছে।
সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় মৌনী। সেইকারণে তাঁর শেয়ার করা ছবিতে অনুরাগীদের লাইকস এবং কমেন্টস পড়েছে অনেক। সবাই মৌনী সাজের প্রসংশা করেছেন। নিজের ফিটনেস ধরে রাখার জন্য নিয়মিত শরীরচর্চা করেন। পাশাপাশি নাচেও তিনি সমানভাবে দক্ষ। এই ড্রেসগুলির সাথে তাঁর টোনড ফিগার দারুন মানিয়েছে। বাংলার মেয়ে মৌনী খুব অল্প সময়েই হিন্দি বিনোদনের জগতে নিজের জায়গা করে নিয়েছে।
সিরিয়ালের পাশাপাশি বেশ কিছু সিনেমাতেও মৌনীকে অভিনয় করতে দেখা গিয়েছে। ‘কিঁউকি সাস ভি কাভি বহু থি’ (Kyunki Saas Bhi Kabhi Bahu Thi) সিরিয়াল দিয়ে হাতেখড়ি হয়েছিল মৌনির। তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিরিয়ালগুলির মধ্যে অন্যতম হলো কস্তুরী (Kasturi) ,দেবো কে দেব মহাদেব (Devon Ke Dev…Mahadev) প্রভৃতি। তবে ‘নাগিন’ (Naagin) সিরিয়ালে মুখ্য ভূমিকায় অভিনয় করেই সব চেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন তিনি।
হিন্দি সিনেমার মধ্যে সবচেয়ে হিট হয়েছিল গোল্ড (Gold) সিনেমাটি। জনপ্রিয় দক্ষিণী ছবি ‘কেজিএফ চ্যাপ্টার ১’ (K.G.F: Chapter 1) সিনেমায় আইটেম নাম্বারে তাঁকে দেখতে পাওয়া গিয়েছিল। আগামী দিনে অয়ন মুখার্জীর (Ayan Mukerji) বহু প্রতীক্ষিত ছবি ব্রহ্মহাস্ত্রতে (Brahmāstra) তিনি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন বলে জানা গিয়েছে।
অন্ধকারে বুক চেপে ধরেছিল লোকটা, যৌ’ন হেনস্থার কথা প্রকাশ্যে বলেছেন যে জনপ্রিয় তারকারা
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel