বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী মৌনি রায়। অল্পদিনেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন এ অভিনেত্রী। নিয়মিত দেখা মিলছে পর্দায়। অভিনয়ের কারণে দেশ বিদেশে নিয়মিত ভ্রমণ করেন মৌনি।
থাকতে হয় হরেক রকম জায়গায়। তবে কোনো এক হোটেলে এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন এ অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন সেই তিক্ত ঘটনা।
সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘একবার ঘুরতে গিয়ে ছোট শহরের এক হোটেলে ছিলাম। মাঝরাতে, একজন এসে দরজা খোলার চেষ্টা করে। আওয়াজ পেয়ে ভয় পেয়ে যাই। যদিও আমার সঙ্গে ম্যানেজার ছিল। তাই একটু হলেও সাহস ছিল মনে।’
অভিনেত্রী আরও বলেন, ‘রিসেপশনে ফোন করি সঙ্গে সঙ্গে। ওরা বিষয়টা খুব সহজে নেয়, জানায় রুম সার্ভিসের কেউ এসেছিলেন রাতে। কিন্তু এত রাতে হঠাৎ দরজা খুলে ভিতরে ঢুকতে যাবে কেন? এই প্রশ্ন থেকেই গিয়েছিল। তারপর ভোর হতে তড়িঘড়ি হোটেল থেকে বেরিয়ে আসি।’
সম্প্রতি চেহারায় পরিতর্বন আনার কারণে বেশ আলোচনায় উঠে এসেছেন মৌনি।
নেটিজেনরা বলছে, অভিনেত্রী হয়তো কসমেটিক সার্জারি করিয়েছেন। যদিও এর আগে বহুবার সার্জারি করিয়েছেন মৌনি। কিন্তু এবারের সার্জারি মোটেই সফল হয়নি তার। তাই বদলে গেছে তার মুখের গড়ন। এমনটাই বলছেন ভক্তরাও। কপাল ঢাকতে অভিনেত্রী সম্প্রতি, চুল কেটেছেন নতুন স্টাইলে। যার ফলে কপালের উঁচু শিরা আর চোখে না পড়ছে না। কিন্তু ক্রমাগত নেটিজেনদের মধ্যে বেড়েই চলছে তাকে ঘিরে চর্চা। বলতে গেলে নতুন লুকে বেশ বিতর্কের মুখেই পড়েছেন এ অভিনেত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।