স্পোর্টস ডেস্ক : ইন্টারনেটের বিভিন্ন প্ল্যাটফর্মে সম্প্রতি একটি ছবি প্রচার করে দাবি করা হচ্ছে ‘মাউন্ট এভারেস্টে আর্জেন্টিনার পতাকা হাতে মেসি’। তবে ছবিটি বাস্তব নয়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি।
শনিবার (৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।
সংস্থাটি জানান, মাউন্ট এভারেস্টে আর্জেন্টিনার পতাকা হাতে মেসির ভাইরাল ছবিটি বাস্তব নয় বরং, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ছবিটি পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। পর্যবেক্ষণে কিছু অসংগতি ধরা পড়ে, যা সাধারণত এআই-নির্মিত ছবিতে দেখা যায়। যেমন: মেসির চোখ, বাম হাতের তর্জনী ও মধ্যমাতে অসংগতি। এ ছাড়াও, ছবির আলো ও ছায়ার গঠনও বেশ অস্বাভাবিক মনে হচ্ছে।
তাছাড়া, বিষয়টি আরও নিশ্চিত হতে রিউমর স্ক্যানার টিমের পক্ষ থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা শনাক্তকরণ ওয়েবসাইট হাইভ মডারেশনের সাহায্য নেওয়া হয়। এই ওয়েবসাইটের বিশ্লেষণেও ছবিটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি হওয়ার পক্ষে ৯৯.৮ শতাংশ পর্যন্ত নিশ্চিত ফলাফল পাওয়া গেছে।
এ ছাড়া বিশ্বস্ত কোনো সূত্রেও মেসির সাম্প্রতিক এভারেস্টে চড়ার কোনো তথ্য পাওয়া যায়নি। সুতরাং, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি মাউন্ট এভারেস্টে মেসির একটি ছবি বাস্তব দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।