মৌসুমী এবার কীসের ইঙ্গিত দিলেন

মৌসুমি

বিনোদন ডেস্ক : ঢাকার সিনেমার জনপ্রিয় নায়িকা মৌসুমী। ভক্তরা তাকে ভালোবেসে প্রিয়দর্শিনী উপাধিও দিয়েছেন। সম্প্রতি বিভিন্ন ইস্যুতে খবরের শিরোনাম হয়েছেন। ওমর সানী-জায়েদ খান ইস্যুতে আলোচনায় আসার পর একাধিকবার মৌসুমীকে নিয়ে খবর প্রকাশ হয়েছে। বিশেষ করে তার ফেসবুকে শেয়ার করা বিভিন্ন ছবি আর স্ট্যাটাসে শিরোনাম হয়েছেন এ নায়িকা।

মৌসুমি

মৌসুমী আবারও আলোচনায়। তার দেওয়া একটি স্ট্যাটাসকে ঘিরে নেটদুনিয়ায় আলোচনায় তিনি। নিজের ফেসবুকে পাঁচটি ছবি শেয়ার করে মৌসুমী লিখেছেন, ‘দ্বীপ জ্বলা সন্ধ্যায়, হৃদয়ের জানালায় কান্নার খাঁচা শুধু রেখেছি।’ ২৭ জুন সন্ধ্যা ৭টা ২৮ মিনিটে পোস্টটি করেন নায়িকা। তার পোস্টে ইতিবাচক ও নেতিবাচক মন্তব্যে ছেয়ে গেছে।

রফিক নামের একজন লিখেছেন, ‘প্রিয় নায়িকা, হৃদয়ের খাঁচা কান্নামুক্ত হোক- এই শুভ কামনা!’ মহিউদ্দিন লিখেছেন, ‘জীবন মায়াজালে আবদ্ধ। মন নাহি চায় তবু থেকে যায়।’ যোবায়ের লিখেছেন, ‘দুঃখ ব্যথা সকল গ্লানি মুছে যাক। সুখ শান্তিতে ভরে উঠুক জীবন।’

মৌসুমি

নেটিজেনদের কেউ কেউ আবার মৌসুমীকে খোঁচা দিয়ে মন্তব্য করেছেন। কীসের ইঙ্গিত দিয়েছেন এ নায়িকা? সে প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকে। যদিও এ প্রশ্নের উত্তর পাওয়া বেশ মুশকিল। কারণ মৌসুমীকে ফোন করেও পাওয়া যায়নি। এদিকে, কমেন্টস বক্সে জায়েদ খানের নামও উল্লেখ করেছেন অনেকে। তবে এসবে ভ্রুক্ষেপ নেই মৌসুমীর। তিনি নিজের মতো করেই থাকছেন পরিবার নিয়ে।

এর আগে বুধবার (২২ জুন) নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন মৌসুমী। তার ওই পোস্ট থেকে অভিমানের সুর পাওয়া গেছে। অভিনেত্রী লিখেছেন, ‘লুকিয়ে থাকতে চাইলেই লুকিয়ে থাকা যায়। সামনে যেটা থাকে সেটা শরীর। আমি এখন শামুকের মতো হয়ে গেছি। আড়াল করে নিজেকে নিয়ে আছি, এটাই স্বস্তি।’

দেশের প্রথম এক্সপ্রেসওয়েতে যত টাকা টোল দিতে হবে

মৌসুমী আরও লিখেছেন, ‘যখন দিনের আলো দেখার সুযোগ হয়, নিজেকে বেমানান লাগে।’ কেন মৌসুমীর এ পোস্ট? তার উত্তর খোঁজার চেষ্টার করছেন অনেকে। কারণ অভিনেত্রীর পোস্ট থেকে চাপা ক্ষোভ আর অভিমানের আভাস পাচ্ছেন নেটিজেনরা।