মৌসুমী-ওমর সানীর বক্তব্য কি ভিন্ন?

মৌসুমী-ওমর

বিনোদন ডেস্ক : হলিউড-বলিউডসহ প্রায় সব ইন্ডাস্ট্রিতেই জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের সন্তানদের সিনেমায় নাম লেখাতে দেখা যায়। কিন্তু বাংলাদেশের চিত্র একেবারেই ভিন্ন। অনেক তারকার তুমুল জনপ্রিয়তা সত্ত্বেও এ পথে পা মাড়াননি তাদের সন্তানরা। এ বিষয়টি নিয়ে কিছুদিন আগে প্রিয়দর্শিনী মৌসুমী আক্ষেপ প্রকাশ করেন।

মৌসুমী-ওমর

এ প্রসঙ্গ টেনে ওমর সানীর কাছে জানতে চাওয়া হয়, আমাদের তারকাদের সন্তানরা কেন সিনেমায় আসছেন না বা আসতে চাইলেও কি তাদের বাধা দেওয়া হচ্ছে?

জবাবে এই নায়ক বলেন, ‘রাজ্জাক আঙ্কেলের প্রতিটা সন্তানকে তিনি সিনেমায় এনেছেন, আলমগীর সাহেবের মেয়ে আঁখিকে গানে এনেছেন। তাহলে আনেনি কোথায়? আমার ছেলে ফারদিন ফিল্ম নিয়ে পড়াশোনা করেছে। তিনটি টেলিমুভি ডিরেকশন দিয়েছে, হলিউডে কাজ করেছে। তাহলে আসেনি কোথায়? আর মেয়েদের কেন সিনেমাতে আসতে হবে? তাদের আসা কি বাধ্যতামূলক? আমার মেয়ে যদি অনুভব করে তাহলে সে আসবে। যদি অনুভব না করে তাহলে আসবে না। দ্যাটস ইট।’

আপনাদের মতো তারকাদেরও কাজের জন্য লিয়াজোঁ মেইনটেইন করতে হয়, এমন প্রশ্নে ওমর সানী বলেন, এখন তো তাই দেখি। আমি এটা কখনো পারিনি আর পারবও না। আমার দ্বারা এটা হয়ে ওঠে না। কোনো পরিবর্তনও তো দেখি না। ভারতে সিনিয়র শিল্পীদের যথেষ্ট পরিমাণে কাজে লাগানো হয় কিন্তু আমাদের এখানে সেই অভ্যাসটা গড়ে ওঠেনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনয়শিল্পীদের সন্তানের কেন চলচ্চিত্রে আসছেন না সে বিষয়ে কথা বলেছেন মৌসুমী। যেখানে তার কণ্ঠে শোনা গেছে আক্ষেপ। মৌসুমী মনে করেন, অভিনয়ের ক্ষেত্রে বাবা ছেলের জন্য রাজি হলেও মেয়েদের ক্ষেত্রে তেমনটা করেন না। বরং মেয়েদের বাধা দেন।

মৌসুমী বলেন, ‘ছেলেদের অভিনয়ে আসার ব্যাপারে কারও তেমন কোনো সমস্যা নেই। সব নায়ক-নায়িকাদের দেখি তাদের ছেলেরা যদি সিনেমা করতে চায়, তাদেরকে না করে না। কিন্তু মেয়ে কখনো যদি নায়িকা হতে চায়, সেটা নিয়ে সবাই একটু অমত পোষণ করেন।’

নায়ক আলমগীরের কন্যা আঁখি আলমগীরের প্রসঙ্গ টেনে মৌসুমী বলেন, ‘আঁখি আলমগীর খুব সম্ভাবনাময় ছিল। তাকে কিন্তু ভাইয়া (আলমগীর) কাজ করতে দেননি। ও খুবই সুন্দর মিষ্টি দেখতে ছিল। সে সময় এক ঝাঁক নতুন মুখ আসছিল। কিন্তু আঁখিকে দেওয়া হয়নি। তাকে পেলে আমরা খুব ভালো একজন নায়িকা পেতাম।’

কীভাবে শাহরুখ এত ধনী হয়ে উঠলেন

মৌসুমী আরও বলেন, ‘চম্পা আপার মেয়েও অনেক কিউট। চম্পা আপা তাকে কখনো নায়িকা হতে উৎসাহ দেয়নি। দেখা যায় যে, আমাদের অনেকেরই মেয়ে বাচ্চা আছে, যাদের আগ্রহ থাকার পরও সিনেমায় আসতে দেওয়া হয়নি। অন্যভাবে বড় করা হয়েছে, অন্যকাজে যেতে উৎসাহিত করেছে। কেন যেন আর্টিস্ট হওয়ার ব্যাপারে সবার বাঁধা।’ – দেশ রূপান্তর