বিনোদন ডেস্ক : বিখ্যাত গায়ক ও সুরকার হেমন্ত মুখোপাধ্যায়ের পুত্রবধূ ছিলেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। তিনি হেমন্তর ছেলে জয়ন্ত মুখোপাধ্যায়কে বিয়ে করেছিলেন। জীবনের বেশিরভাগ সময় তিনি কাটিয়েছেন হিন্দি চলচ্চিত্রে অভিনয় করে। বহু হিট হিন্দি ছবিতে তাঁকে দেখা গেছে। তাঁর ঠোঁটে গান গেয়েছেন স্বয়ং লতা মঙ্গেশকর। শ্বশুর হেমন্ত মুখোপাধ্যায়ের কারণে লতার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কও গড়ে উঠেছিল, এবং লতা তাঁকে বিশেষ স্নেহ করতেন।
তবে বলিউডের অন্দরমহলে গুঞ্জন রয়েছে, এক সময় মৌসুমী চেয়েছিলেন তাঁর স্বামী জয়ন্তকে ছেড়ে দিতে। কারণ? শোনা যায়, সে সময় তিনি এক বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। সেই প্রেমিক কে ছিলেন?
মৌসুমী চট্টোপাধ্যায় অমিতাভ বচ্চনের সঙ্গে ‘রিমঝিম ঘিরে সাওয়ান’ গানে অভিনয় করেছিলেন, যা দর্শকদের মনে আজও গেঁথে আছে। তাঁকে বড় পর্দায় নিয়ে এসেছিলেন প্রখ্যাত পরিচালক তরুণ মজুমদার, তাঁর ‘বালিকা বধূ’ ছবির মাধ্যমে। সেই ছবিতেই অভিনয় করে মৌসুমী দর্শকমনে আলাদা জায়গা করে নেন।
তবে তাঁর ব্যক্তিজীবন সবসময়েই থেকেছে প্রচারের বাইরে। হেমন্ত মুখোপাধ্যায়ের পরিবারের পুত্রবধূ হওয়ায় সাধারণত তাঁর চারপাশে গসিপের পরিমাণ ছিল কম। জয়ন্ত মুখোপাধ্যায়, একজন প্রযোজক, তাঁকে বিয়ে করেন এবং তাঁদের ঘরে জন্ম নেয় দুই কন্যা — পায়েল ও মেঘা।
বিয়ের পরই মৌসুমী বলিউডে কাজ শুরু করেন, যা তখনকার সময়ে খুব সাধারণ ঘটনা ছিল না। কারণ, তখনকার অভিনেত্রীরা সাধারণত বিয়ের আগে অভিনয় করতেন এবং বিয়ের পর পুরোপুরি সংসারে মন দিতেন। কিন্তু মৌসুমী সেই ধারা ভেঙে অভিনয় চালিয়ে যান বিবাহিত জীবনেও।
মুম্বইয়ের সিনেমা জগতে কাজ করার সময় তাঁর সঙ্গে নামকরা ফিল্ম ডিস্ট্রিবিউটর রমেশ সিপ্পির নাকি ঘনিষ্ঠতা গড়ে ওঠে, যা সময়ের সঙ্গে রূপ নেয় এক পরকীয়া সম্পর্কে। সেই সম্পর্ক এতটাই গভীর হয়েছিল যে, মৌসুমী সিদ্ধান্ত নিয়েছিলেন স্বামী জয়ন্তকে ছেড়ে দেবেন।
তবে শেষপর্যন্ত তিনি সেই সিদ্ধান্তে অটল থাকতে পারেননি। রমেশ সিপ্পির সঙ্গে সম্পর্ক শেষ করে তিনি ফিরে আসেন নিজের পরিবারে। স্বামী এবং দুই কন্যার সঙ্গে জীবন কাটাতে শুরু করেন আবারও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।